ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীর মুছাপুর রেগুলেটর নদী ভাঙন রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন জীবননগরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার নেত্রকোনায় জমি নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১০ গণসার্বভৌমত্ব কায়েম করাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় সরাইলে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার ঘটনায় আটক ৩ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন ঈশ্বরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন মেহেরপুরে মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থার সভানেত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কিশোরগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির গ্রেফতারে স্বস্তিতে এলাকাবাসী বরগুনা জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ জুলাইয়ের মায়েরা গাজীপুরে একই দিনে দলিল লিখক পিতা পুত্রের মৃত্যুতে শোকের ছায়া মাগুরায় দীর্ঘ ১৬ বছরে আমি নিজ এলাকায় কাজ করার সুযোগ পাইনি রেলওয়ে ধ্বংসের চক্রান্ত ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি

ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:০৫ অপরাহ্ন
ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার
মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার আর নেই। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে কোস্টারিকার সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় হঠাৎ স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। স্থানীয় সময় গত রোববার দুপুর আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের প্লায়া গ্রান্দে সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে কোস্টারিকার রেড ক্রসের সদস্যরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন। দেশটির বিচার বিভাগীয় তদন্ত সংস্থা (ওআইজি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
শৈশবে অভিনয় শুরু করা ওয়ার্নার নব্বইয়ের দশকে টিভি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘দ্য কসবি শো’-তে থিওডোর হাক্সটেবল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করা এই অভিনেতা কৈশোরে টেলিভিশন শো ‘ফেম’-এও অংশ নেন। কিন্তু তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত “দ্য কসবি শো”। এই সিরিজে তিনি হিথক্লিফ ও ক্লেয়ার হাক্সটেবলের একমাত্র ছেলের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি মধ্যবিত্ত কৃষ্ণাঙ্গ পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল, যা যুক্তরাষ্ট্রজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
ওয়ার্নারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা ও সিরিজটির নির্মাতা বিল কসবি। তিনি বলেন, “খবরটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। প্রথমেই আমার মনে পড়ল তাঁর মায়ের কথা-যিনি তাঁর জন্য কত কষ্ট করেছেন, অসাধারণভাবে তাঁকে বড় করেছেন।”
‘দ্য কসবি শো’ নিয়ে গর্ব ছিল ওয়ার্নারের। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “শুরুর দিকে অনেকেই বলত, এই শো বাস্তবসম্মত নয়, কৃষ্ণাঙ্গ পরিবার এমন হয় না। অথচ আমরা হাজারে হাজারে চিঠি পেতাম-মানুষ বলত, এই শোর জন্য ধন্যবাদ।”
চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিও ও টেলিভিশন শোর পরিচালনাও করেছেন ওয়ার্নার। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় দক্ষতার পাশাপাশি কণ্ঠশিল্পী ও কবি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৮৬ সালে ‘দ্য কসবি শো’-তে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।
একজন প্রতিভাবান অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে তাঁর ভক্ত ও সহকর্মীরা শোকাহত। কোস্টারিকার শান্ত নীল জলে ভেসে থাকা জীবনের শেষ মুহূর্তে ওয়ার্নার রেখে গেলেন তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ