ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:০৫ অপরাহ্ন
ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার
মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার আর নেই। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে কোস্টারিকার সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় হঠাৎ স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। স্থানীয় সময় গত রোববার দুপুর আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের প্লায়া গ্রান্দে সৈকতে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে কোস্টারিকার রেড ক্রসের সদস্যরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন। দেশটির বিচার বিভাগীয় তদন্ত সংস্থা (ওআইজি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
শৈশবে অভিনয় শুরু করা ওয়ার্নার নব্বইয়ের দশকে টিভি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন ‘দ্য কসবি শো’-তে থিওডোর হাক্সটেবল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করা এই অভিনেতা কৈশোরে টেলিভিশন শো ‘ফেম’-এও অংশ নেন। কিন্তু তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত “দ্য কসবি শো”। এই সিরিজে তিনি হিথক্লিফ ও ক্লেয়ার হাক্সটেবলের একমাত্র ছেলের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি মধ্যবিত্ত কৃষ্ণাঙ্গ পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল, যা যুক্তরাষ্ট্রজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
ওয়ার্নারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা ও সিরিজটির নির্মাতা বিল কসবি। তিনি বলেন, “খবরটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। প্রথমেই আমার মনে পড়ল তাঁর মায়ের কথা-যিনি তাঁর জন্য কত কষ্ট করেছেন, অসাধারণভাবে তাঁকে বড় করেছেন।”
‘দ্য কসবি শো’ নিয়ে গর্ব ছিল ওয়ার্নারের। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “শুরুর দিকে অনেকেই বলত, এই শো বাস্তবসম্মত নয়, কৃষ্ণাঙ্গ পরিবার এমন হয় না। অথচ আমরা হাজারে হাজারে চিঠি পেতাম-মানুষ বলত, এই শোর জন্য ধন্যবাদ।”
চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিও ও টেলিভিশন শোর পরিচালনাও করেছেন ওয়ার্নার। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় দক্ষতার পাশাপাশি কণ্ঠশিল্পী ও কবি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৮৬ সালে ‘দ্য কসবি শো’-তে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন।
একজন প্রতিভাবান অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে তাঁর ভক্ত ও সহকর্মীরা শোকাহত। কোস্টারিকার শান্ত নীল জলে ভেসে থাকা জীবনের শেষ মুহূর্তে ওয়ার্নার রেখে গেলেন তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স