ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে : বিমান বাহিনী প্রধান বাচ্চাদের কষ্ট দেখে ঘরে থাকতে পারিনি রক্ত দিতে এসেছি বার্ন ইনস্টিটিউটের সামনে গলা কাটছে ফার্মেসি সিন্ডিকেট বিধ্বস্ত ভবনে ছুটির পোড়া চিঠি দেখে কাঁদছেন অভিভাবকরা উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে তদন্ত শুরু : আইএসপিআর গাড়ির অভাবে কমে গেছে পুলিশি টহল সচিবালয় এলাকায় রণক্ষেত্র এককালীন পাবে ৩০ লাখ, মাসিক ভাতা ২০ হাজার টাকা- মুক্তিযুদ্ধ উপদেষ্টা ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালো মা বয়লার পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডেমরায় জনগণের বাধায় বন্ধ করা হলো ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণ কাজ আ’লীগের বহিষ্কৃত নেতা মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৭:০৭ অপরাহ্ন
ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো পা রাখছেন ওয়েব ফিল্মে। দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকে অনবদ্য অভিনয়ের পর এবার তাকে দেখা যাবে ‘গহীন অতল’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে। এটি নির্মিত হয়েছে জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে।
ওয়েব ফিল্মে মৌ অভিনয় করেছেন এক মায়ের ভূমিকায়, যার জীবন এক রাতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করেন তিনি এবং মরদেহ লুকিয়ে ফেলেন। সত্য গোপন রাখার চেষ্টায় তিনি জড়িয়ে পড়েন এক নতুন সংকটে।
চিত্রনাট্যে আধুনিক বাস্তবতার ছোঁয়া দিতে গিয়ে মৌয়ের চরিত্রে ফুটে উঠেছে একজন মায়ের অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব ও সন্তানকে রক্ষার সংগ্রাম। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, “চরিত্রটা খুবই জটিল ও বাস্তবধর্মী। একজন মা হিসেবে এই মানসিক দ্বন্দ্বটা তুলে ধরার চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি।”
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। পরিচালক জানান, উপন্যাসের মূল কাহিনি সত্তরের দশকের হলেও, ওয়েব ফিল্মে তা আধুনিক সময়ে রূপান্তরিত হয়েছে। গল্প ও কিছু চরিত্রের নামেও আনা হয়েছে কিছু পরিবর্তন।
গালিব বলেন, “গল্পটি পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে আছে শক্তিশালী থ্রিলার উপাদান, যা দর্শকদের আলাদা এক অভিজ্ঞতা দেবে।”
ওয়েব ফিল্মটিতে মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু এবং ভিডিওকলের মাধ্যমে একটি বিশেষ চরিত্রে ইন্তেখাব দিনার।
সহশিল্পীদের প্রসঙ্গে মৌ বলেন, “সবার আন্তরিকতায় পুরো কাজটা খুব উপভোগ করেছি। টিমওয়ার্ক ছিল দুর্দান্ত, যা স্ক্রিনেও প্রতিফলিত হবে।”
পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “গালিব অত্যন্ত যত্ন ও পেশাদারিত্বের সঙ্গে কাজটি করেছেন। ক্যামেরার কাজ, লোকেশন ও চিত্রনাট্যের গভীরতা সবকিছুই প্রশংসনীয়।”
ওটিটি প্ল্যাটফর্মে কাজ প্রসঙ্গে মৌ বলেন, “এখন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটি একটি শক্তিশালী মাধ্যম। এখানে চরিত্র ও গল্পের গভীরতা অনেক বেশি। আমার বিশ্বাস, এই নতুন অভিজ্ঞতা দর্শকদের ভালো লাগবে।”
ওয়েব ফিল্মটির মুক্তি পরিকল্পনা ছিল কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ১৯শে জুলাইকে কেন্দ্র করে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন