ঢাকা , সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আর্সেনালের সামনে দাঁড়াতে পারলোনা লিডস ইউনাইটেড ওয়েস্টহ্যামকে জলে চেলসির গোল বন্যা পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় পেলো বার্সা সৌরভ গাঙ্গুলিকে কোচ হিসেবে নিয়োগ দিলো প্রিটোরিয়া ক্যাপিটালস এশিয়া কাপের জন্য দল ঘোষণা দিলো আফগানিস্তান অক্টোবরে বাংলাদেশের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আফগানরা অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় ব্যবধানে হারলো নারী দল ‘স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে’ পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত সুজানগরের গাজনার বিল সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল দেশকে দুর্নীতি ও খুনিমুক্ত করতে পিআর পদ্ধতির নির্বাচন চাই- চরমোনাই পীর অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর চলছে মৌলবাদী আক্রমণ-খালেকুজ্জামান কফি ও কাজুবাদাম চাষে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা কেন্দুয়ায় সড়কের পাশ থেকে সিএনজি চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার বাইকে পত্রিকার স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারে সাংবাদিক আটক সোনারগাঁওয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাঙচুর লুটপাট দুই-গ্রুপের সংঘর্ষ আহত- ১০ কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ এক মানবপাচারকারী গ্রেফতার শেরপুরের নকলায় এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ পোরশায় টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪৯:৫৬ অপরাহ্ন
দুই শতাধিক এনবিআর কর্মকর্তার ক্ষমা প্রার্থনা শৃঙ্খলায় ফেরার ইঙ্গিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটে সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। গতকাল মঙ্গলবার  রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ব্যাচভিত্তিক সাক্ষাতে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং আগামীর জন্য শৃঙ্খলার পথে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন।
এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, ক্ষমা চাওয়া কর্মকর্তাদের অনেকেই পূর্বে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। দেখা করা ব্যাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯ ও ২৮তম ব্যাচ। তারা মাঠ প্রশাসনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এছাড়া, সদ্য পদোন্নতি পাওয়া প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাও চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন। রাজস্ব আদায়ে যেন কোনও ঘাটতি না ঘটে, সেদিকে বিশেষ মনোযোগ দিন। এর আগের দিন গত সোমবারও কয়েকজন কর্মকর্তা এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ মে সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি ও ‘কমপ্লিট শাটডাউন’সহ নানা কর্মসূচি পালন করে। পরবর্তীতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের অনুরোধ ও অর্থনৈতিক স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে ‘সংস্কার ঐক্য পরিষদ’। তবে এরপরেই কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসরের পাশাপাশি ডজনখানেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর খবর ছড়িয়ে পড়ে। এতে এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।
গত সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তবে কেউ কেউ বড় ধরনের সীমা লঙ্ঘন করেছেন সেসব বিষয়ে আলাদাভাবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আতঙ্ক বা অনিশ্চয়তা রাজস্ব আহরণে ব্যাঘাত ঘটাবে না। আমাদের কর্মকর্তারা অতীতেও চাপের মধ্যেও কাজ করেছেন, এখনও করবেন। সব ঠিক হয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, ক্ষমা প্রার্থনার ঘটনাটি এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার একটি ইতিবাচক বার্তা দিতে পারে। তবে এটি কতটা টেকসই হয়, তা নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপ ও সংশ্লিষ্টদের আচরণগত পরিবর্তনের ওপর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স