ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো
লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে আইসিইউতে চলছে তার চিকিৎসা। এদিকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিকটা বিরক্তিই প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার (ফরিদা পারভীন) অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে তা হিসেবে ধরার মতো নয়। বেশ কিছুদিন তিনি কথাবার্তা বলতে পারছেন না। গতকাল তার ব্রেন স্ট্রোক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে একটি দাবি নিয়ে বলেছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। এটি কীভাবে করা হবে সে নিয়ে সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে।’ মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘কোনো তথ্য নিশ্চিত না হয়ে ছড়ানো উচিত নয়। প্রতিটি পরিবারের কাছে আপনজনের মৃত্যুর গুজব বিরক্তিকর।’ ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির ও শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স