ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে আইসিইউতে চলছে তার চিকিৎসা। এদিকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিকটা বিরক্তিই প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার (ফরিদা পারভীন) অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে তা হিসেবে ধরার মতো নয়। বেশ কিছুদিন তিনি কথাবার্তা বলতে পারছেন না। গতকাল তার ব্রেন স্ট্রোক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে একটি দাবি নিয়ে বলেছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। এটি কীভাবে করা হবে সে নিয়ে সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে।’ মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘কোনো তথ্য নিশ্চিত না হয়ে ছড়ানো উচিত নয়। প্রতিটি পরিবারের কাছে আপনজনের মৃত্যুর গুজব বিরক্তিকর।’ ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির ও শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net