ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

২১ তারিখের ৫ এর পাতার বাকী সব নিউজ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৩:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৩:০৫:১৯ অপরাহ্ন
২১ তারিখের ৫ এর পাতার বাকী সব নিউজ

কাপাসিয়ায় ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচারের বিচারের দাবিতে মানববন্ধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলা সদরের ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক মো. মিজানুর রহমানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে একটি মহলতারই প্রতিবাদে গত রোববার সকাল এগারোটায় বিদ্যালয়ের সামনের সড়কে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও অপবাদকারী মহিলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী
ঢাকা-কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের পাশে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ ল্যাবরেটরি স্কুলের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়কাপাসিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা সুলতানা বলেন, আমি এই ইউনিয়নে দুই দফার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি
পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিবর্তমানে আমি অভিভাবক সদস্যএই দীর্ঘদিনে আমি মিজান মাস্টারের কোনো খারাপ দিক আমার চোখে পড়েনিআমি মনে করি এটা তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবং তার প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছেসেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, মিজান আমার এলাকার ছেলে তাকে সেই ছোটবেলা থেকেই দেখছিপ্রায় ২০ বছরের উপরে সে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক পরিশ্রম করে তৈরি করেছেতার এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে
ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে শাস্তির দাবি করছিএলাকাবাসী শফিকুল ইসলাম সবুজ বলেন, মিজানের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়সে ভালো মানুষতার এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপজেলা জুড়ে সাফল্য ও পরিচিতি রয়েছেতার এ প্রতিষ্ঠানটি ধ্বংস করতে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে কিছু লোক ষড়যন্ত্র করছেসেই ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই




ভুক্তভোগী পরিবারের আয়োজিত সংবাদিক সম্মেলন
নাটোরে প্রভাবশালীদের ভয়ে পাঁচ মাস বাড়ি ছাড়া ৬ পরিবার
গুরুদাসপুর প্রতিনিধি
জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের পর থেকে প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে পাঁচ মাস ধরে বাড়ি ছাড়া আছেন ছয় পরিবারের ২৬ সদস্যভুক্তভোগী পরিবারগুলো রাজনৈতিক নেতাকর্মীদের কাছে ধর্না দিয়ে সমাধান আসেনিথানায় অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।  গত শনিবার দুপুরে বাধ্য হয়ে বাড়িতে ফেরার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা
গুরুদাসপুর পৌর সদরের খলিফা পাড়া মহল্লায় একটি বাড়িতে ওই সংবাদ সম্মেলন করা হয়পাঁচ মাস ধরে সেখানেই পরিবারের ২৬ সদস্য নিয়ে ভুক্তভোগী জাহিদুল, হটু মণ্ডল, রুহুল, রতন, সোহেল ও তাদের পিতা দেরেস মণ্ডল আশ্রয় নিয়েছেনভুক্তভোগীরা ও তাদের প্রতিপক্ষ মতিউর তালুকদার পৌর সদরের চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লার বাসিন্দা
ভুক্তভোগী পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের নির্যাতনের শিকার হোসেল মণ্ডল বলেন, ঠুনকো বিষয় নিয়ে প্রতিবেশী মতিউর তালুকদারের সঙ্গে কথা কাটাকাটি হয়সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়এরপর প্রতিপক্ষের দেওয়া মিথ্যা মামলায় হাজতবাসের পরও নিজেদের ঘর-বাড়িতে ফিরতে পারছেন না তারা
ভুক্তভোগীরা জানান, প্রায় ৫ মাস আগে বাড়ির সীমানা নিয়ে ভুক্তভোগী মতিউর তালুকদারের স্ত্রী সাথী বেগমের সঙ্গে বাকবিতণ্ডার মাধ্যমে ঘটনার সূত্রপাতওই ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেএতে উভয়পক্ষের কয়েকজন আহত হনগুরুত্বর আহত হন মতিউর রহমানের স্ত্রী সাথী বেগমওই ঘটনায় মতিউর রহমানের দায়ের করা মামলায় হাজতবাস করেন ভুক্তভোগীরা
কিন্তু জামিনে বেরিয়ে আসার পর আর নিজেদের বাড়িতে ফিরতে পারেননি ভুক্তভোগীরাবৃদ্ধ দেরেস মণ্ডল নিজেদের বসতবাড়িতে ফেরার আকুতি জানিয়ে বলেন, বাড়িতে ফিরতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রতিপক্ষ গোলাপ তালুকদার, মাসুদ রানা, ছাইদুল ইসলাম, মাহাবুব ও মতিউর রহমানএমনকি নারীরা বসতবাড়িতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছেএসব কারণে তারা ভয়ে নিজেদের বাড়িতে যেতে পারছেন নানিজেদের বাড়িতে ফিরতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেনপ্রতিপক্ষের পক্ষে ছাইদুল ইসলাম ও মাসুদ রানা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক কারণে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলএ নিয়ে তারা আদালতে মামলা দায়ের করেছেনবাড়িতে ফিরতে প্রতিপক্ষকে বাধা নিষেধ করেননি তারাগুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীদের দেয়া অভিযোগ তিনি পেয়েছেনঅভিযোগকারীদের খুব দ্রুত নিজেদের বাড়িতে তুলে দেয়া হবে



বরিশালে শ্রেণিকক্ষে অচেতন শিক্ষার্থী
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছেপরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছেগত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটেবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়এর আগে, গত বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির আরও পাঁচজন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছিলবর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির আহম্মেদ বলেন, গরমের কারণে ছাত্রীর এই সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছেতাকে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়েছেআশা করি, দ্রুত সুস্থ হয়ে যাবেএ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেনতবে কি কারণে এরকম ঘটনা ঘটছে তা জানা নেইবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে

নেত্রকোনায় হেলমেট বিষয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় তেলের পাম্পগুলোতে হেলমেটবিহীন তেল না দেয়ার লক্ষ্যে পুলিশের সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছেগত  রোববার দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় মোনাকো ফিলিং স্টেশনে নো হেলমেট নো তেল, শিরোনামে ট্রাফিক সচেতনতা কর্মসূচি করেছে জেলা পুলিশপুলিশের উদ্যোগে বিভিন্ন ফেস্টুন ব্যানার টানিয়ে দেয়া হয়েছে পাম্পগুলোতেপাশাপাশি এই নিয়ম মেনে তেল দেয়ার জন্য ব্যবসায়ী কর্মচারী সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন
এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণসহ হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের তেল নেয়া আটকে দেন এবং সচেতন করেনএসময় মনোরঞ্জন নামের একজন আরোহী হেলমেট ব্যাগ থেকে বের করে পরার পর তেল নিতে বাধ্য করেন
জেলায় ৩০টি পাম্পে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলেও পুলিশ সুপার জানানতিনি বলেন, সকলকে সহযোগিতা করতে হবে তথ্য দিয়েযারাই আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেপাশাপাশি তেল দিতে পাম্প কর্তৃপক্ষকে নিষেধ করেনঅভিযানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ, সদর সার্কেল শাহ শিবলী সাদিক ও মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালামসহ ট্রাফিক বিভাগের এবং ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন


বানারীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বরিশাল প্রতিনিধি
সুশিক্ষা অর্জন করবো উন্নত দেশ গড়বোসেøাগানকে সামনে রেখে জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে শিক্ষাই শক্তি সংগঠনের উদ্যোগে চলতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও এইচএসসি ২০২৩ সালের মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছেগত রোববার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধানশিক্ষক এসএম রিয়াজ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তঅনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে


ঈদুল আজহা উপলক্ষে সৈয়দপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা
নীলফামারী প্রতিনিধি
কোরবানির গরু-ছাগল লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরাঈদুল আজহা উপলক্ষে জেলার সৈয়দপুর উপজেলায় চলতি বছর কোরবানির জন্য প্রস্তুত করেছেন প্রায় সাড়ে আট হাজার পশুগতবছরের চেয়ে এবারে দুই হাজারেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন খামারিরা
সৈয়দপুর প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় ছয় হাজারের মতোকিন্তু খামারিরা প্রস্তুত করেছেন প্রায় সাড়ে আট হাজারের মতো পশুযা চাহিদার চেয়ে দুই হাজারেরও বেশি পশু প্রস্তুত করা হয়েছেএবারে উপজেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে সৈয়দপুরের খামারিদের প্রস্তুত করা পশু সরবরাহ করা সম্ভব হবে
সূত্রটি আরও জানায়, সৈয়দপুর উপজেলায় নিবন্ধিত গরু খামার রয়েছে সাতটি, ছাগল ও ভেড়ার খামার রয়েছে তিনটিঅনিবন্ধিত গরু ও খাসির খামার রয়েছে অগণিতকারণ শহরসহ উপজেলার গ্রামগঞ্জে প্রায় বাড়িতেই রয়েছে ৮/১০টি বা ২০/২৫টি বিক্রির উপযুক্ত গরু ও ছাগল রয়েছেখামারিরা জানান, কদিন পরেই পুরোদমে শুরু হবে কোরবানির পশু কেনা-বেচাতাই আগাম প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা
যে পরিমাণ দেশি গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে এগুলো দিয়েই সৈয়দপুর তথা নীলফামারী জেলার মানুষের কোরবানির চাহিদা মেটানো সম্ভবখামারিরা আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পর্যাপ্ত দেশি জাতের গরু ও ছাগল পালন করা হয়েছেগরুকে খাবার হিসেবে কাঁচা ঘাস, ব্রান্ড, খৈল, ভুট্টা এবং ধানের কুড়াসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছেতবে পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছেএকই সঙ্গে চোরাই পথে যাতে ভারতীয় পশু ঢুকতে না সেদিকে নজর রাখার দাবি জানান তারা
সৈয়দপুর পৌর এলাকার ইউসুফ ডেইরি ফার্মে গিয়ে দেখা গেছে, গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারের লোকজনসৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় বলেন, গরুকে দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়ানোর জন্য খামারিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছেপাশাপাশি ভিটামিন খাওয়াতেও বলা হচ্ছে খামারিদেরতবে গরুকে নিষিদ্ধ কোনো রাসায়নিক ও হরমোন ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স