ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব মানসম্মত সেবা দিতে পারছে না সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি : জয়শঙ্কর ‘চূড়ান্ত কূটনৈতিক বিজয়’ বলছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সরকারের কূটনৈতিক বিজয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ চলতি বছর করোনায় আক্রান্ত ৭২০ জন মৃত্যু আরও এক ডোপ টেস্টে পজিটিভ হলে রাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা যশোরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগ হাজারীবাগে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ বরিশালে বাড়িতে হামলা করে যুবককে হত্যা কিছুদিনের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা লোকসানে বন্ধ হচ্ছে পোলট্রি খাতের হাজার হাজার প্রান্তিক ক্ষুদ্র খামার পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ
আলাদা ওয়ার্ড চালু

প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৩৪:২৯ অপরাহ্ন
প্রস্তুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। তার প্রভাব পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। করোনা পরীক্ষা করাতে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেছেন। এতে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা ওয়ার্ড। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জুন থেকে হাসপাতালে এসে রোগীরা করোনা পরীক্ষা করাচ্ছেন। এখন পর্যন্ত ২৬ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এরমধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ৯ জুন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির করোনা ধরা পড়ে। পরে তিনি আইসিইউতে ভর্তি থাকলেও এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অ্যান্টিজেন্ট পরীক্ষার জন্য হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, অ্যান্টিজেন্ট পরীক্ষায় করোনা পজেটিভ আসা পাঁচজন রোগী আমাদের পরামর্শে বর্তমানে তাদের বাসায় আইশোলেশনে রয়েছেন। দুদিন আগে করোনা রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনের আটতলায় ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়। তবে এখন পর্যন্ত ওয়ার্ডে কোনো করোনা রোগী ভর্তি নেই। তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মাস্ক পরা নিশ্চিত করাসহ রোগী ও তাদের স্বজনদের সচেতন করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের কিট সংকট ছিল। কিট সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছিলাম। গত শনিবার মেডিকেল কলেজে ৩০০ ও হাসপাতালে আরও ৬০০ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষা শুরু হয়েছে। মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক বলেন, রোববার আরটি পিসিআর ল্যাবে চারজন ও গতকাল সোমবার সাতজনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য