ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে -আলী রীয়াজ জুলাই সনদের খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে নাÑ বাংলাদেশ ন্যাপ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে- গণশিক্ষা উপদেষ্টা আট দফা দাবি না মানলে পরিবহন ধর্মঘটের হুমকি চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-- ডা. তাহের ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বেড়েছে দেশে বিদ্যমান বিনিয়োগ স্থবিরতায় বেকারত্ব আরো তীব্র হওয়ার শঙ্কা পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান
একজনের লাশ উদ্ধার

পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দু’পর্যটক এখনও নিখোঁজ

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৬:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৬:০৩:০১ অপরাহ্ন
পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দু’পর্যটক এখনও নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদীর তীর থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, আরও দুজন পর্যটক নিখোঁজ আছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় তাহের মল্লিকের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে আলীকদম থানার এসআই শাহাদাৎ হোসাইন জানান। নিহত আনুমানিক ৩৫ বছরের শেখ জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ধলইতলা পাঁচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামেরর ছেলে। এসআই শাহাদাৎ হোসাইন বলেন, “গত দুদিনে মাতামুহুরি নদীর উজানে বিপুলসংখ্যক পর্যটক জড়ো হন। পাহাড়ে ভারি বৃষ্টি হলে হঠাৎ বড় ঢল সৃষ্টি হয়। আবার বৃষ্টি থামার আধাঘণ্টা, এক ঘণ্টার মধ্যেই পানিও দ্রুত নেমে যায়। হয়ত এই মুহূর্তে পড়ে গেছেন তারা। “মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না, শুধুমাত্র দুই পায়ে অ্যাংলেট পাওয়া গেছে।” এসআই বলেন, “নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আলিকদম থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ আছে বলে জানতে পেরেছি।” “শুনলাম, দুর্ঘটনাস্থলে আরও একদল পর্যটক গেছে। তারা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানার সুযোগ নেই।” আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “৯ জুন ৩৩ জন পর্যটকের একটা ট্যুর গ্রুপ দুইজন গাইড নিয়ে আলীকদম-থানচির মাঝখানে ক্রিস্টং পাহাড়ে বেড়াতে যায়। মূলত এই ৩৩ জনের দলের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটেছে।” যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তে জন্য পাঠানো হবে। এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুলাহ আল মোমিনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক পেইজে বলা হয়েছে, একজন মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। পর্যটকরা কোথায় যাবেন, প্রতি ১২ জনের জন্য গাইড নিশ্চিত করা হয়েছে কি-না সেজন্য উপজেলা প্রশাসনের তথ্য সহায়তা বুথে নিবন্ধন বাধ্যতামূলক। “কিছু অসাধু লোক রেজিস্ট্রেশন এবং গাইডসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই পর্যটকদের বিপজ্জনক ট্যুরিস্ট স্পটে নিয়ে যান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ব্যাপারে অমূল্য জীবন রক্ষা ও নিরাপদ পর্যটন নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সবার পরামর্শ চেয়ে ফেইসবুক পেইজে অনুরোধ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ