ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

জরুরি ভিত্তিতে পথশিশুদের পনর্বাসন করতে হবে

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:২০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ১০:২০:২৭ অপরাহ্ন
জরুরি ভিত্তিতে পথশিশুদের  পনর্বাসন করতে হবে জরুরি ভিত্তিতে পথশিশুদের পনর্বাসন করতে হবে

আতিকুর রহমান

প্রগতিশীল জগতের সঙ্গে বেশ তাল মিলিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশইতোমধ্যে অর্জন করেছে অনেক সাফল্যবহির্বিশ্বে বেশ প্রশংসাই আছে বাংলাদেশেরকিন্তু রাস্তায় বের হলে দেখা যায় শত শত পথশিশুযারা আদতে বঞ্চিত লেখাপড়ার সুযোগ এবং মানুষ হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো থেকেরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথশিশু রয়েছে
রাস্তাঘাট, রেলস্টেশন, বাস টার্মিনাল, অফিস চত্বর, পার্ক ও খোলা আকাশের নিচে তাদের বাসবড় অসহায় তারাঠিকমতো খেতে পারে না, ঘুমুতে পারে না, ভালো কোনো পোশাক পরতে পারে নাপায় না ভালো আচরণবিভিন্ন পরিসংখ্যান ও গবেষণামূলক তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের অনেক রাস্তার ছেলেমেয়ে কম বয়সে মারা যায়, তারা প্রয়োজনীয় যত্নও পাচ্ছে নাপ্রতি বছর জলবাহিত রোগে লক্ষাধিক শিশুর মৃত্যু হয়বিশেষ করে খাবারের অভাবে তাদের জীবনটা অতিষ্ঠতাদের পেটের খিদে দূর করার জন্য চাই খাবারআর খাবার কেনার জন্য চাই টাকাতাই তারা টাকার পেছনে  ছুটে চলছে প্রতিনিয়তফলে ভিক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা কোনো কিছুকেই আর বাদ দিচ্ছে নাএই বিপুলসংখ্যক পথশিশুর বেশির ভাগই আবার মাদকাসক্তএসব শিশুর থাকার কোনো স্থান নেই, বাধ্য হয়েই তাদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছেতারা প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছেপথশিশুদের মধ্যে কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেএকশ্রেণির মানুষ তাদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করছেদেশে ৩৪ লাখ শিশু পথে বাস করছেশিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, পুষ্টিকর খাবারের ঘাটতি আর নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে ওই শিশুদেরতাই এসব শিশুর জীবন উন্নয়নে শুধু সরকার নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবেএগিয়ে আসতে হবে বিভিন্ন সংগঠন-সংস্থাকে
 কারণ, পথশিশুদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এ উন্নয়ন অর্থবহ হবে নাকারণ আগামী দিনের কর্ণধার যারা তাদের একটি অংশ অঙ্কুরে বিনাশ হচ্ছেজরুরি ভিত্তিতে তাদের পুনর্বাসন করা প্রয়োজননতুবা সমাজে বিরূপ প্রভাব পড়বেরাজধানী ঢাকাসহ দেশের সব জেলা-উপজেলায় পুনর্বাসন কেন্দ্র চালু করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজনচাইলেই পথশিশুদের ভালো থাকার ব্যবস্থা করা সম্ভবপ্রয়োজন শুধু সংশ্লিষ্ট মহলের একটু সদিচ্ছাতাহলেই ওরা ভালো থাকবেফিরে পাবে সুস্থ স্বাভাবিক জীবনশিশুদের অযত্নে অবহেলায় বড় হওয়া কেবল যে একটি বড়সড় মানবিক বিপর্যয় তাই না, দেশের ভবিষ্যতের জন্য এক মারাত্মক হুমকিও
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য