ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

জরুরি ভিত্তিতে পথশিশুদের পনর্বাসন করতে হবে

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:২০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ১০:২০:২৭ অপরাহ্ন
জরুরি ভিত্তিতে পথশিশুদের  পনর্বাসন করতে হবে জরুরি ভিত্তিতে পথশিশুদের পনর্বাসন করতে হবে

আতিকুর রহমান

প্রগতিশীল জগতের সঙ্গে বেশ তাল মিলিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশইতোমধ্যে অর্জন করেছে অনেক সাফল্যবহির্বিশ্বে বেশ প্রশংসাই আছে বাংলাদেশেরকিন্তু রাস্তায় বের হলে দেখা যায় শত শত পথশিশুযারা আদতে বঞ্চিত লেখাপড়ার সুযোগ এবং মানুষ হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো থেকেরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথশিশু রয়েছে
রাস্তাঘাট, রেলস্টেশন, বাস টার্মিনাল, অফিস চত্বর, পার্ক ও খোলা আকাশের নিচে তাদের বাসবড় অসহায় তারাঠিকমতো খেতে পারে না, ঘুমুতে পারে না, ভালো কোনো পোশাক পরতে পারে নাপায় না ভালো আচরণবিভিন্ন পরিসংখ্যান ও গবেষণামূলক তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের অনেক রাস্তার ছেলেমেয়ে কম বয়সে মারা যায়, তারা প্রয়োজনীয় যত্নও পাচ্ছে নাপ্রতি বছর জলবাহিত রোগে লক্ষাধিক শিশুর মৃত্যু হয়বিশেষ করে খাবারের অভাবে তাদের জীবনটা অতিষ্ঠতাদের পেটের খিদে দূর করার জন্য চাই খাবারআর খাবার কেনার জন্য চাই টাকাতাই তারা টাকার পেছনে  ছুটে চলছে প্রতিনিয়তফলে ভিক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা কোনো কিছুকেই আর বাদ দিচ্ছে নাএই বিপুলসংখ্যক পথশিশুর বেশির ভাগই আবার মাদকাসক্তএসব শিশুর থাকার কোনো স্থান নেই, বাধ্য হয়েই তাদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছেতারা প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছেপথশিশুদের মধ্যে কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেএকশ্রেণির মানুষ তাদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করছেদেশে ৩৪ লাখ শিশু পথে বাস করছেশিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, পুষ্টিকর খাবারের ঘাটতি আর নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে ওই শিশুদেরতাই এসব শিশুর জীবন উন্নয়নে শুধু সরকার নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবেএগিয়ে আসতে হবে বিভিন্ন সংগঠন-সংস্থাকে
 কারণ, পথশিশুদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এ উন্নয়ন অর্থবহ হবে নাকারণ আগামী দিনের কর্ণধার যারা তাদের একটি অংশ অঙ্কুরে বিনাশ হচ্ছেজরুরি ভিত্তিতে তাদের পুনর্বাসন করা প্রয়োজননতুবা সমাজে বিরূপ প্রভাব পড়বেরাজধানী ঢাকাসহ দেশের সব জেলা-উপজেলায় পুনর্বাসন কেন্দ্র চালু করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজনচাইলেই পথশিশুদের ভালো থাকার ব্যবস্থা করা সম্ভবপ্রয়োজন শুধু সংশ্লিষ্ট মহলের একটু সদিচ্ছাতাহলেই ওরা ভালো থাকবেফিরে পাবে সুস্থ স্বাভাবিক জীবনশিশুদের অযত্নে অবহেলায় বড় হওয়া কেবল যে একটি বড়সড় মানবিক বিপর্যয় তাই না, দেশের ভবিষ্যতের জন্য এক মারাত্মক হুমকিও
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য