ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এক্সপ্রেসওয়েতে অবরোধ যানজট-ভোগান্তি বরিশালে সাবেক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক ১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫৬২ ডিএই’র পেঁয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ এগ্রোটেক ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার মুরাদনগরে ২ সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার রাজধানীতে ছুরিকাঘাতে আহত ৩ হাসপাতালের বারান্দায় জন্ম দুই নবজাতকের একজনের মৃত্যু আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না- রিজভী দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান

রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন
রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো
স্প্যানিশ লা লিগায় হুলিয়ান আলভারেজের জোড়া গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-১ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত রোববার রাতের এই সহজ জয়ে দিয়েগো সিমিওনের দল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে। বার্সেলোনা আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলায় মেট্রোপলিটানো স্টেডিয়ামে এই ম্যাচে খুব বেশি উত্তেজনার কিছু ছিল না। মৌসুমের এক রাউন্ড হাতে রেখে চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৮৫। তাদের চেয়ে ৪ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়, অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট) নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এই পাঁচ দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে। রিয়াল বেতিস ৫৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের ১০ মিনিটে আলভারেজ একটি অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে অ্যাতলেতিকোকে লিড এনে দেন। ৩০ গজ দূর থেকে শটটি গিয়ে জড়ায় উপরের কোণায়। বিরতির ঠিক আগমুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড় রবিন লে নর্মান্দ একটি জোরালো হেডে দলের লিড ২-০ করেন। ৬৭ মিনিটে রিয়াল বেতিসের পাবলো ফোরনালস বক্সের ভেতর থেকে এক অসাধারণ ভলিতে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে ৮ মিনিট পরই ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানের পাস থেকে বল জালে পাঠিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজ নিজের দ্বিতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা অ্যাঞ্জেল কোরেয়া আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল করে অ্যাতলেতিকোর সহজ জয় নিশ্চিত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স