রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:২১:৪৮ অপরাহ্ন
স্প্যানিশ লা লিগায় হুলিয়ান আলভারেজের জোড়া গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-১ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গত রোববার রাতের এই সহজ জয়ে দিয়েগো সিমিওনের দল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে। বার্সেলোনা আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলায় মেট্রোপলিটানো স্টেডিয়ামে এই ম্যাচে খুব বেশি উত্তেজনার কিছু ছিল না। মৌসুমের এক রাউন্ড হাতে রেখে চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৮৫। তাদের চেয়ে ৪ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়, অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট) নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এই পাঁচ দলই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে। রিয়াল বেতিস ৫৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের ১০ মিনিটে আলভারেজ একটি অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে অ্যাতলেতিকোকে লিড এনে দেন। ৩০ গজ দূর থেকে শটটি গিয়ে জড়ায় উপরের কোণায়। বিরতির ঠিক আগমুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড় রবিন লে নর্মান্দ একটি জোরালো হেডে দলের লিড ২-০ করেন। ৬৭ মিনিটে রিয়াল বেতিসের পাবলো ফোরনালস বক্সের ভেতর থেকে এক অসাধারণ ভলিতে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে ৮ মিনিট পরই ফ্রান্সের ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানের পাস থেকে বল জালে পাঠিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজ নিজের দ্বিতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা অ্যাঞ্জেল কোরেয়া আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল করে অ্যাতলেতিকোর সহজ জয় নিশ্চিত করেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net