ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কোস্টগার্ডের আধুনিকায়নে হেলিকপ্টার সংযুক্ত করা হবে : স্বরাষ্ট উপদেষ্টা কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি-ফরহাদ মজহার সীমান্তে পুশইন ঠেকাতে জনগণের সহায়তা চাইলেন বিজিবি প্রধান ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় তিনজন রিমান্ডে এনবিআরে কলম বিরতি, রাজস্ব প্রশাসনে অচলাবস্থা পোশাক শিল্পের উদ্যোক্তারা জ্বালানির নিশ্চিয়তা চান এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি -টিআইবি ঢাকার যেসব এলাকায় সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো-আইএসপিআর করিডোরের নামে আরেকটা ইসরায়েল গড়তে দেয়া যাবে না-ফজলুর রহমান জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দিন-ফারুক বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই-দেবপ্রিয় ভট্টাচার্য মাইক্রোক্রেডিটকে এনজিওর ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ে আসতে হবে আজ বিক্ষোভের ডাক কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ টেক্সটাইল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে-বুটেক্স উপাচার্য সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা অভিযুক্তের বাড়ি পোড়ালো বিক্ষুব্ধরা ইশরাককে মেয়র পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৭৯

গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য ছুটি ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ওসি শাহিন খান জানান, নাওজোড় এলাকার ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট নামে ওই কারখানায় শ্রমিকরা কারখানা অভ্যন্তরে সরবরাহ করা লাইন থেকে পানি পান করেন। পরে কয়েকজন শ্রমিক পেটব্যথা ও বমি বমি ভাব অনুভব করায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর আরও শ্রমিক একই সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তবে আশঙ্কাজনক অবস্থা কারও নেই। অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানার শ্রমিকরা জানান, ছয়তলা বিশিষ্ট কারখানায় কমপক্ষে ৪ হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধ ঘণ্টা পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করার পর তারা বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশির ভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছেন। আক্রান্ত রোগীরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে, চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ