গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য ছুটি ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ওসি শাহিন খান জানান, নাওজোড় এলাকার ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট নামে ওই কারখানায় শ্রমিকরা কারখানা অভ্যন্তরে সরবরাহ করা লাইন থেকে পানি পান করেন। পরে কয়েকজন শ্রমিক পেটব্যথা ও বমি বমি ভাব অনুভব করায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর আরও শ্রমিক একই সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তবে আশঙ্কাজনক অবস্থা কারও নেই। অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানার শ্রমিকরা জানান, ছয়তলা বিশিষ্ট কারখানায় কমপক্ষে ৪ হাজার শ্রমিক কাজ করেন। সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধ ঘণ্টা পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। অসুস্থ শ্রমিকরা বলছেন, পানি পান করার পর তারা বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটে ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশির ভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছেন। আক্রান্ত রোগীরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে, চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net