ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোলায় ১০ বছর পর চার জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১২:৫৫ অপরাহ্ন
ভোলায় ১০ বছর পর চার জনের যাবজ্জীবন
ভোলা প্রতিনিধি ভোলার চরফ্যাশনে জাফর ইমাম স্বপনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলা থেকে আট জন খালাস পেয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সাখাওয়াত হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হযরত আলী হিরন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী আ. লতিফ মিয়ার ছেলে হাফেজ মনির উদ্দিন, একই এলাকার মৃত হাজী আবু তাহেরের ছেলে জাভেদ মিয়া, হাফেজ মনির উদ্দিনের ছেলে মো. হাবিত ওরফে ছাবিত এবং ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশনের শাজাহান মানিক জমাদারের ছেলে মোস্তফা জমাদার টুটুল। এর মধ্যে মনির উদ্দিন ও টুটুলকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের নুর উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনে ফেলেন জাফর ইমাম স্বপন। পরদিন ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে স্বপন রিকশাযোগে নায়েবের পুল বাজারে যাওয়ার পথে মনির ও মোস্তফা টুটুল মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ওসমানগঞ্জের লতিফ মিয়ার হাটে। সেখানে পোস্ট অফিসের নিচে স্বপনকে বেঁধে মারধর করা হয়। তার দুই পায়ে পেরেক মারা হয় এবং হাঁটুর নিচের হাড় ভেঙে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ২৫ এপ্রিল চরফ্যাশন থানার তৎকালীন উপপরিদর্শক ছগীর মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ