ভোলায় ১০ বছর পর চার জনের যাবজ্জীবন

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১২:৫৫ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ভোলার চরফ্যাশনে জাফর ইমাম স্বপনকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলা থেকে আট জন খালাস পেয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সাখাওয়াত হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হযরত আলী হিরন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী আ. লতিফ মিয়ার ছেলে হাফেজ মনির উদ্দিন, একই এলাকার মৃত হাজী আবু তাহেরের ছেলে জাভেদ মিয়া, হাফেজ মনির উদ্দিনের ছেলে মো. হাবিত ওরফে ছাবিত এবং ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশনের শাজাহান মানিক জমাদারের ছেলে মোস্তফা জমাদার টুটুল। এর মধ্যে মনির উদ্দিন ও টুটুলকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের নুর উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনে ফেলেন জাফর ইমাম স্বপন। পরদিন ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে স্বপন রিকশাযোগে নায়েবের পুল বাজারে যাওয়ার পথে মনির ও মোস্তফা টুটুল মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ওসমানগঞ্জের লতিফ মিয়ার হাটে। সেখানে পোস্ট অফিসের নিচে স্বপনকে বেঁধে মারধর করা হয়। তার দুই পায়ে পেরেক মারা হয় এবং হাঁটুর নিচের হাড় ভেঙে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ২৫ এপ্রিল চরফ্যাশন থানার তৎকালীন উপপরিদর্শক ছগীর মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net