ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান খসরুর নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় সন্দেহ বাড়ছেÑ রিজভী আখের সঙ্গে ধানচাষ করে বদলে যাবে কৃষি অর্থনীতি মাদারীপুরে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ ঘরে আগুন সৈকতে পর্যটন শিল্পের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে শিশুশ্রম ডাকাতির প্রস্তুতি অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৭ রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায় সড়কের অভাবে পড়ে আছে চার সেতু আ’লীগকে নিষিদ্ধ না করলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে : নুর সরকারি ফার্মেসি চালুর আগেই উদ্বেগ আগৈলঝাড়ায় চাঁদাবাজের হামলায় শিক্ষক হাসপাতালে ভর্তি অভয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেলেন ২০০ রোগী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোসহীন দিনাজপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন ৫০ হাজার টাকা জরিমানা পঞ্চগড় ঢাকা আন্তঃনগর ট্রেন যাত্রীদের মাঝে ছিনতাই আতঙ্ক আড়ানী হাটে দেড় কেজি ওজনের লাউ সাড়ে ৩ টাকা দিনাজপুরে ১৩ উপজেলায় বোরো ধান কাটা-মাড়াইয়ের মহোৎসব চলছে জাসদের সকল অংশের ঐক্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো

দিনাজপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০০:২৬ পূর্বাহ্ন
দিনাজপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন ৫০ হাজার টাকা জরিমানা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে হত্যা মামলায় অপরাধ প্রমাণীত হওয়ায় আসামী বাপ্পী চন্দ্র রায়কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম আদালত) বিজ্ঞ বিচারক তৈয়বুল হাসান।মামলার বিবরণে জানা গেছে, দিনাজপুর সদরের চকরামপুর (ডাক্তারপাড়া) এলাকার রাম বাবু রায়ের পুত্র ভিশ্ব চন্দ্র রায় ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো গোয়ালহাট উচ্চ বিদ্যালয়ে। গত ৩ এপ্রিল ২০২২ তারিখ রাত প্রায় ৯টায় পুত্রকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজা-খুজির এক পর্যায়ে  ডাক্তারপাড়া বাঁধের পূর্ব পার্শ্বে আত্রাই নদীর ধারে আসামী বাপ্পী চন্দ্র রায়ের ১টি পায়ের স্যান্ডেল ও পুত্র ভিশ্ব চন্দ্র রায়ের পায়ের ২টি স্যান্ডেল, মাথার ক্যাপসহ মৃতদেহটি বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা দেখে চিৎকার দেয়।
চিৎকারে এলাকার হিরন্য রায়, সুধীর চন্দ্র রায়, চন্দন, সুশান্ত রায়, স্বপন চন্দ্র রায় ও  রিপন চন্দ্র রায় সহ অনেকে এসে ভিশ্ব চন্দ্র রায়কে মৃত অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত আসামী বাপ্পী চন্দ্র রায়কে আটক করে। ঘটনাস্থলে বাদী ও সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় আসামী তার অপরাধ স্বীকার করেছে।
এরপর থানার পুলিশ সাক্ষীদের সম্মুখে মৃতদেহ সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এই ঘটনায় গত ৪ এপ্রিল ২০২২ তারিখে রাম বাবু রায় দিনাজপুর সদর কোতয়ালী থানায় বাপ্পী চন্দ্র রায়কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। মামলার বাদী ও স্বাক্ষী সহ স্বীকারোক্তিমুলক আসামীর জবানবন্দীতে অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ মে ২০২৫ ইং তারিখে দিনাজপুরের অতি. জেলা ও দায়রা জজ (৫ম আদালত) এর বিজ্ঞ বিচারক উক্ত রায় ঘোষনা করেন। মামলাটি রাষ্ট্রপক্ষের সরকারি আইন কর্মকর্তা পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন বাদীপক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য