দিনাজপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:০০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:০০:২৬ পূর্বাহ্ন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে হত্যা মামলায় অপরাধ প্রমাণীত হওয়ায় আসামী বাপ্পী চন্দ্র রায়কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম আদালত) বিজ্ঞ বিচারক তৈয়বুল হাসান।মামলার বিবরণে জানা গেছে, দিনাজপুর সদরের চকরামপুর (ডাক্তারপাড়া) এলাকার রাম বাবু রায়ের পুত্র ভিশ্ব চন্দ্র রায় ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো গোয়ালহাট উচ্চ বিদ্যালয়ে। গত ৩ এপ্রিল ২০২২ তারিখ রাত প্রায় ৯টায় পুত্রকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজা-খুজির এক পর্যায়ে  ডাক্তারপাড়া বাঁধের পূর্ব পার্শ্বে আত্রাই নদীর ধারে আসামী বাপ্পী চন্দ্র রায়ের ১টি পায়ের স্যান্ডেল ও পুত্র ভিশ্ব চন্দ্র রায়ের পায়ের ২টি স্যান্ডেল, মাথার ক্যাপসহ মৃতদেহটি বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা দেখে চিৎকার দেয়।
চিৎকারে এলাকার হিরন্য রায়, সুধীর চন্দ্র রায়, চন্দন, সুশান্ত রায়, স্বপন চন্দ্র রায় ও  রিপন চন্দ্র রায় সহ অনেকে এসে ভিশ্ব চন্দ্র রায়কে মৃত অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত আসামী বাপ্পী চন্দ্র রায়কে আটক করে। ঘটনাস্থলে বাদী ও সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় আসামী তার অপরাধ স্বীকার করেছে।
এরপর থানার পুলিশ সাক্ষীদের সম্মুখে মৃতদেহ সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এই ঘটনায় গত ৪ এপ্রিল ২০২২ তারিখে রাম বাবু রায় দিনাজপুর সদর কোতয়ালী থানায় বাপ্পী চন্দ্র রায়কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। মামলার বাদী ও স্বাক্ষী সহ স্বীকারোক্তিমুলক আসামীর জবানবন্দীতে অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ মে ২০২৫ ইং তারিখে দিনাজপুরের অতি. জেলা ও দায়রা জজ (৫ম আদালত) এর বিজ্ঞ বিচারক উক্ত রায় ঘোষনা করেন। মামলাটি রাষ্ট্রপক্ষের সরকারি আইন কর্মকর্তা পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন বাদীপক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net