ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ সময়ের দাবি : বিএসআরইএ ঢাকা বিভাগে ৫৬ সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের এ কে আজাদের বাড়িতে হামলা: ১৬ বিএনপি নেতার নামে মামলা রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার অগ্রিম কর বাড়ায় গণপরিবহনে জটিলতা বাড়ার শঙ্কা ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে

মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন ও তার ফুপু লাল বুড়ি। আহতরা হলেন, আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শাহীন। পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীনের মাইক্রোবাসে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে মালামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুপু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, লাশগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য