মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন ও তার ফুপু লাল বুড়ি। আহতরা হলেন, আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শাহীন। পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীনের মাইক্রোবাসে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে মালামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুপু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, লাশগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net