ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন
ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
মেহেদী হাসান নামক একজন ব্যবসায়ীর বাসায় গত ৪ মে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে।
এ প্রসঙ্গে মেহেদী হাসানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল নামে এক সন্ত্রাসী তার সঙ্গে ১০/১২ জন রাজধানী ভাটারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মেহেদীকে খোঁজাখুঁজি করে। এরপর আমিনুল ও তার লোকজন মেহেদীকে না পেয়ে বাসা ভাংচুর ও লুটপাট করে।
মেহেদীর ভাই তানভীর হাসান এই লুটপাটে বাধা দিলে আমিনুল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। তানভীর বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। মেহেদীর পরিবারের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে, মেহেদী ও তার স্ত্রীর সঙ্গে আমিনুলের পূর্ব শত্রুতা ছিল। এর আগেও মেহিদীর কাছে আমিনুল ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়াও মেহেদীর অফিসে গিয়ে মেহেদীকে গুরুতরভাবে মেরে, হত্যাচেষ্টা করেছিল।
বর্তমানে আমিনুলের ভয়ে মেহেদী ও তার স্ত্রী গত বছর জুলাই থেকেই বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। জীবন বাঁচাতে তারা বরিশাল পালিয়ে থাকাকালীন আমিনুল মেহেদীর অবস্থান জেনে যায় এবং সেখানেও লোক পাঠিয়ে মেহেদীর ওপর হামলা করে। পরিবারের দাবি পুলিশের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও পুলিশ তেমন কোন সহায়তা করেনি, এমনকি মামলাও গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ও তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে স্থানীয়রা বলেন যে, তাদের নামে যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা মামলা। কারণ মেহেদী হাসানকে তারা একজন ব্যবসায়ী হিসেবেই চেনে। পরিবারের দাবি সন্ত্রাসী আমিনুল জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তার প্রভাবেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স