ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন
ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
মেহেদী হাসান নামক একজন ব্যবসায়ীর বাসায় গত ৪ মে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে।
এ প্রসঙ্গে মেহেদী হাসানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল নামে এক সন্ত্রাসী তার সঙ্গে ১০/১২ জন রাজধানী ভাটারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মেহেদীকে খোঁজাখুঁজি করে। এরপর আমিনুল ও তার লোকজন মেহেদীকে না পেয়ে বাসা ভাংচুর ও লুটপাট করে।
মেহেদীর ভাই তানভীর হাসান এই লুটপাটে বাধা দিলে আমিনুল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। তানভীর বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। মেহেদীর পরিবারের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে, মেহেদী ও তার স্ত্রীর সঙ্গে আমিনুলের পূর্ব শত্রুতা ছিল। এর আগেও মেহিদীর কাছে আমিনুল ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়াও মেহেদীর অফিসে গিয়ে মেহেদীকে গুরুতরভাবে মেরে, হত্যাচেষ্টা করেছিল।
বর্তমানে আমিনুলের ভয়ে মেহেদী ও তার স্ত্রী গত বছর জুলাই থেকেই বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। জীবন বাঁচাতে তারা বরিশাল পালিয়ে থাকাকালীন আমিনুল মেহেদীর অবস্থান জেনে যায় এবং সেখানেও লোক পাঠিয়ে মেহেদীর ওপর হামলা করে। পরিবারের দাবি পুলিশের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও পুলিশ তেমন কোন সহায়তা করেনি, এমনকি মামলাও গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ও তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে স্থানীয়রা বলেন যে, তাদের নামে যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা মামলা। কারণ মেহেদী হাসানকে তারা একজন ব্যবসায়ী হিসেবেই চেনে। পরিবারের দাবি সন্ত্রাসী আমিনুল জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তার প্রভাবেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স