ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৭:৩০:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার
মেহেদী হাসান নামক একজন ব্যবসায়ীর বাসায় গত ৪ মে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে।
এ প্রসঙ্গে মেহেদী হাসানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল নামে এক সন্ত্রাসী তার সঙ্গে ১০/১২ জন রাজধানী ভাটারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মেহেদীকে খোঁজাখুঁজি করে। এরপর আমিনুল ও তার লোকজন মেহেদীকে না পেয়ে বাসা ভাংচুর ও লুটপাট করে।
মেহেদীর ভাই তানভীর হাসান এই লুটপাটে বাধা দিলে আমিনুল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীরকে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। তানভীর বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। মেহেদীর পরিবারের সঙ্গে কথা বলে আরও জানা যায় যে, মেহেদী ও তার স্ত্রীর সঙ্গে আমিনুলের পূর্ব শত্রুতা ছিল। এর আগেও মেহিদীর কাছে আমিনুল ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়াও মেহেদীর অফিসে গিয়ে মেহেদীকে গুরুতরভাবে মেরে, হত্যাচেষ্টা করেছিল।
বর্তমানে আমিনুলের ভয়ে মেহেদী ও তার স্ত্রী গত বছর জুলাই থেকেই বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। জীবন বাঁচাতে তারা বরিশাল পালিয়ে থাকাকালীন আমিনুল মেহেদীর অবস্থান জেনে যায় এবং সেখানেও লোক পাঠিয়ে মেহেদীর ওপর হামলা করে। পরিবারের দাবি পুলিশের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও পুলিশ তেমন কোন সহায়তা করেনি, এমনকি মামলাও গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান ও তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে স্থানীয়রা বলেন যে, তাদের নামে যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা মামলা। কারণ মেহেদী হাসানকে তারা একজন ব্যবসায়ী হিসেবেই চেনে। পরিবারের দাবি সন্ত্রাসী আমিনুল জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তার প্রভাবেই এই মিথ্যা মামলাটি করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net