গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী। ভারতের এই হামলার পর বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে। এই দুই ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা আছেন পেশোয়ার জালমির সঙ্গে। তবে পাকিস্তানের নিরাপদ আছেন রিশাদ-নাহিদ রানা যা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘সকালে রিশাদের সঙ্গে কথা হয়েছে। নাহিদ রানার সঙ্গেও খুব শীঘ্রই যোগাযোগ করবো।’ বিসিবি বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে বিসিবি, যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
