পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:০৭:২১ অপরাহ্ন
গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী। ভারতের এই হামলার পর বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে নিয়ে। এই দুই ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা আছেন পেশোয়ার জালমির সঙ্গে। তবে পাকিস্তানের নিরাপদ আছেন রিশাদ-নাহিদ রানা যা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘সকালে রিশাদের সঙ্গে কথা হয়েছে। নাহিদ রানার সঙ্গেও খুব শীঘ্রই যোগাযোগ করবো।’ বিসিবি বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে বিসিবি, যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net