ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রিয়ালের বিপক্ষে ম্যাচের দিকে নজর বার্সার হারের পর রেফারির উপর চটলেন বার্সা কোচ রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার হারের পর জরিমানাও গুনতে হলো মুম্বাইয়ের ক্রিকেটারদের ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন দিলেন আকাশ চোপড়া-গৌতম গম্ভীর যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ দ্বিতীয় ম্যাচেও কিউইদের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ থ্যালাসেমিয়া রোগী বাড়ছে কঠোর নজরদারিতেও শাহজালাল বিমানবন্দরে চোরাকারবারীরা সক্রিয় বিশ্ববিদ্যালয়ের ওপর খবরদারি না করার আহ্বান ইউজিসির ১৫ মে’র পর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত আ’লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ চার খাতে এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা নতুন সাইবার নিরাপত্তা আইনের কুখ্যাত ৯ ধারা বাতিল-আইন উপদেষ্টা ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস স্বপ্ন পূরণে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান-প্রধান উপদেষ্টা সৌদি আরবে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে

হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:২০:৪১ অপরাহ্ন
হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান ভুঁইয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুলফিকারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। গত সোমবার রাতে তাকে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত জুলফিকার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, পলাতক আসামি মো. জুলফিকারের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মে দায়েরকৃত একটি হত্যা মামলার রায় হয়। লক্ষ্মীপুর জজ আদালতের দেওয়া রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল জুলফিকার। তাকে গ্রেপ্তারে অভিযান চালায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাইপাসের রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় র‌্যাব। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়াকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য