হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:২০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:২০:৪১ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান ভুঁইয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুলফিকারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। গত সোমবার রাতে তাকে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত জুলফিকার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, পলাতক আসামি মো. জুলফিকারের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মে দায়েরকৃত একটি হত্যা মামলার রায় হয়। লক্ষ্মীপুর জজ আদালতের দেওয়া রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল জুলফিকার। তাকে গ্রেপ্তারে অভিযান চালায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাইপাসের রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় র‌্যাব। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়াকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার চার দিন পর নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net