ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

নওগাঁয় গৃহকর্মী থেকে সফল হাঁসচাষি খাতিজা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৫৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৯:৫৮:৪২ অপরাহ্ন
নওগাঁয় গৃহকর্মী থেকে সফল হাঁসচাষি খাতিজা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
গ্রামের মেঠা সরুপথ। পথের দুধারে উঁচু বৃক্ষরাজির সমারোহ। সড়কের দুপাশের গাছের ছায়া আটকে দিয়েছে বৈশাখের তীব্র রোদের দাপট। সড়কের দুপাশ ধরে মনজুড়ানো সোনালী ধানের ক্ষেত। নির্জন সড়কের বৃক্ষরাজির ছায়াতলে ক্লান্ত শ্রমিকরা জুড়িয়ে নিচ্ছেন নিজেদের। এই অপরুপ সড়ক ধরে সামনে এগোতেই চোখে পড়ল এক ঝাঁক হাঁস নিয়ে বসে আছেন খাতিজা ও রাশেদুল নামে এক দম্পতি। আর নির্জন সড়কের পাশের খাদের জলে হাঁস ডাকার শব্দ ও তাদের কলকলানিতে যেন মুখরিত হয়ে পড়েছে এলাকার পরিবেশ। আলাপচারিতায় খাতিজা জানান, স্বামী রাশেদুল ইসলাম ও দুই ছেলেকে নিয়ে তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার বাদপুঁইয়া মৌজায় বসবাস করেন। দুই বছর আগেও তিনি মানুষের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করতেন। স্বামী রাশেদুল অন্যের জমিতে কৃষিমজুর হিসাবে শ্রম দিতেন। এর পাশাপাশি বাড়িতে ২/৪টি হাঁস-মুরগী পালন করা হতো।
অন্যের বাড়িতে সারাদিন হাঁড়ভাঙ্গা কাজ করেও মালিকের মন যোগানো যেতনা। সামান্য কিছু হলেই নানারকম কটু কথা শুনতে হতো। তাই কাজ করতে করতেই অল্প অল্প করে কিছু টাকা জমাতে থাকি এবং কিছু একটা করার স্বপ্ন দেখতে শুরু করি। কিছু একটা করার তাগিদ থেকেই গতবছর ৫শত ক্যামবেল জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করি। ৫শ’ হাঁস এক বছর ধরে পালন করতে  দুই লাখ টাকা খরচ হয় এবং আড়াই লাখ টাকার হাঁস ও ডিম বিক্রয় করি। প্রথম বারের মতো উদ্যোগ গ্রহণ করায় অনেক কিছু বুঝতে না পারার কারণে হাঁসের উৎপাদন খরচ বেশী পড়ে। এ বছর আবার ৫শত হাঁসের বাচ্চা ক্রয় করে লালন-পালন শুরু করেছি। প্রথম বছর হাঁস পালন করতে গিয়ে যেসকল ভুল-ভ্রান্তি ছিলো সেখান থেকে শিক্ষা নেয়ায় এবার হাঁসের উৎপাদন খরচ কম পড়বে বলে মনে করছি। আলাপচারিতায় খাতিজা আরো জানান, হাঁস পালন কাজে স্বামী তাকে সহায়তা করে। দিনের একটা বড় সময় মাঠে বা পুকুরে হাঁস ছেঁড়ে দেয়া হয়। এতে হাঁসের খাবারের খরচ কমে যায় এবং উৎপাদন খরচ কমে।
বর্তমানে স্বামী রাশেদুল ৩বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছে আর পাশাপাশি আমাকে হাঁস পালনে সহায়তা করছে। তিনি জানান, হাঁস চাষের ঝুঁকি হলো অনেক সময় হাঁসের কলেরা ও প্লেগ রোগ হয় এবং হাঁস মারা যায়, উৎপাদিত হাঁস ও ডিমের দাম সঠিকভাবে পাওয়া যায়না, কখনও কখনও হাঁসের টিকার সংকট দেখা দেয়। হাঁস চাষের খরচ যোগাতে অনেক সময় ঋণদেনাও করতে হয়। খাজিতা জানান, প্রথম বছর হাঁস পালন থেকে যে শিক্ষা অর্জন করেছি এ বছর তা কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমাতে পারবো। এছাড়াও আগের বছর উপজেলা প্রাণীসম্পদ অফিস থেকে কোন সহায়তা না পেলেও এ বছর পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, এ বছর হাঁস পালন করে সফলতা আসলে আগামী বছর ১হাজার থেকে এক হাজার দুইশত হাঁস পালনের পরিকল্পনা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য