ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব ফিলিস্তিনের আ’লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না আজ হেফাজতের বিক্ষোভ মহাসমাবেশ টানা ৮ম রাতেও ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি কাশ্মিরে হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ নির্বাচনী প্রস্তুতিতে সরগরম রাজনীতির মাঠ মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থী নির্যাতন নানা কর্মসূচিতে সারাদেশে মহান মে দিবস পালিত পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যা গ্রেফতার ৬ সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি ডিইউজে’র বিএনপির রাজনীতির অন্যতম পিলার খাল খনন- আমীর খসরু রাজধানীর সূত্রাপুর বিএনপির নামধারী নেতার কাণ্ড! উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮ আদাবরে সাঁড়াশি অভিযান, ৩ কিশোরসহ গ্রেফতার ১৬ আ’লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে- নাহিদ ইসলাম সাতক্ষীরায় জেলি পুশ করা পাঁচ পিকআপ চিংড়ি মাছ জব্দ ৫ ব্যবসায়ীকে জরিমানা সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী আর নেই কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমছে শিক্ষার্থী মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি-প্রাণিসম্পদ উপদেষ্টা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ

সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
কাকডাকা ভোরে ঘুম ভাঙে তাদের। কখনও একবেলা কখনও বা না খেয়ে দিন কাটায় এরা। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর ঝড়ের সঙ্গে যুদ্ধ করে এরা প্রতিনিয়ত। নরম বিছানা আর লেপ তোষক মুড়ি দিয়ে ঘুমানো এদের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। যা বাস্তবে ওদের কাছে কল্পনা মাত্র। সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশনের প্লাট ফরমের পরিত্যক্ত ভাঙ্গা ঘরের খোলা আকাশের নীচে কিছু ভাসমান পরিবারের অবস্থা।
রেললাইন ফুটপাত, স্টেশনের ভাঙা পরিত্যক্ত ঘর এবং লাইনে পড়ে থাকা রেলের বগিতে দেখা মেলে এদের। এরা দেশের বিভিন্ন স্থান থেকে চলে এসেছে সৈয়দপুর শহরে। এরা সবাই নিঃস্ব ভুমিহীন। কারো কারো ঘরবাড়ী এবং বংশ পরিচয়ও নেই। গত মঙ্গলবার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাট ফরমের ভাঙ্গা চূড়া ঘরে খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা যায় জামাল শাহের পরিবার। বাড়ী কুড়িগ্রাম জেলার নদীর চর এলাকায়। বন্যায় ভেসে গেছে তার জীবন চিত্র। বয়স ৫৪ বছর। স্ত্রী অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সন্তান থেকেও নেই তার। বছরের পর বছর এভাবে বসবাস করছে খোলা আকাশে। সারা দিন ভিক্ষে করে শহরে। রাতে থাকে স্টেশনের ফুটপাতে। কখনও খায় কখনও বা না খেয়ে দিন কাটে তার।
বর্তমানে রেলওয়ে ষ্টেশনেই তার স্থায়ী ঠিকানা। জামাল শাহের মত ফুটপাতে দেখা মেলে জরিনা বেগম, কাল্টি বেগম, নছিমন বিবি, সাবানাসহ অনেকের। এদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে গড়াবে। এদের বাড়ি, ডিমলা, লালমনিরহাট ও কুড়িগ্রাম চর এলাকায়। যশোর থেকে এসেছেন আকলিমা বেগম। বয়স প্রায় ৬০ বছর হবে জানালেন। বাড়ীতে তার সবেই আছে। তবে কেউ তাকে দেখতে পারে না। ৪ বছর থেকে আছেন সৈয়দপুর রেল স্টেশনের প্লাট ফরমে। বাড়ীর কেউ তার খবর নেয় না। তিনি বলেন, আমি এখানে খুব ভাল আছি। নিঃস্ব হয়ে সর্বস্ব হারিয়ে আজ এরা ভাসমান মানুষ। এদের নির্দিষ্ট কোন কাজকর্ম নেই। যখন যে কাজ পায় তখন তাই করে। তবে চুরি, ছিনতাইয়ের মত জঘন্য কাজের সাথে তারা জড়িত নয় বলে জানায়। স্টেশনের সাথে এদের বসবাস। রান্না, গোসল সবই সারতে হয় খোলা আকাশে।
কিন্তু তার পরেও এরা হাসিখুশী, এদের জীবনে হাজার দুঃখ কষ্ট লুকিয়ে থাকলেও এরা যেন দুঃখহীন। এদের একেক জনের জীবন এক একটি ইতিহাস। শীত নিবারণে এরা কাগজের টুকরা জ্বালিয়ে আগুনের তাপ নেয়। এদের পাশে যেন দাঁড়াবার কেউ নেই। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত। অথচ সরকারী সুযোগ সুবিধা এদেরই পাওয়ার কথা। তাই এদের দিকে নজর দেয়া প্রয়োজন আমাদের সকলের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য