ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমু-আনিসুল-শাজাহানসহ সাত জন নতুন মামলায় গ্রেফতার টিউলিপ বাংলাদেশি এনআইডি পাসপোর্ট ও টিআইএন নিবন্ধন রাজধানীতে অটোরিকশা চালকদের তাণ্ডব অল্প সময়ে একাধিক ভূমিকম্প বড় ভূমিকম্পের শঙ্কা বাড়াচ্ছে বেনিনে আল-কায়েদার অনুসারী গোষ্ঠীর হামলায় ৭০ সৈন্য নিহত রাশিয়া-ইউক্রেনের চুক্তি এই সপ্তাহেই হওয়ার আশাবাদ ট্রাম্পের ইস্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ৫-১৫ বছর হামলা বন্ধ দিন শেষে বাংলাদেশ পিছিয়ে মাত্র ২৫ রানে বাংলাদেশে জীবননাশের শঙ্কায় ছিলেন হাথুরু! স্বর্ণের আইফোন উপহার পেলেন শাহীন সাবেক কোচের কাছে ক্ষতিপূরণ দাবি করলো পিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করলো বিসিসিআই নাটকীয় জয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো রিয়াল শিরোপার দোড়গোড়ায় লিভারপুল ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি প্রতিটি চুমুকে নতুন অভিজ্ঞতা ‘ম্যাজিক চা’ সাতক্ষীরায় কৃষকের পাকাধানে মই দিয়েছে বৈশাখী ঝড়-বৃষ্টি মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব

ইসরায়েলে ৫-১৫ বছর হামলা বন্ধ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১০:৩০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১০:৩০:৩৩ অপরাহ্ন
ইসরায়েলে ৫-১৫ বছর হামলা বন্ধ
দখলদার ইসরায়েলের সঙ্গে ৫ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। এ সময় তারা তাদের অস্ত্র এক জায়গায় জমা রাখবে, নতুন অস্ত্র তৈরি করবে না। এমনকি সুড়ঙ্গ তৈরি থেকেও বিরত থাকবে। গত রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, গত সপ্তাহে হামাস মধ্যস্থতাকারী আরব দেশগুলোর কাছে এমন প্রস্তাব দেয়।
দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য হামাস যে যুদ্ধবিরতি চাইছে। এটি তারই অংশ হবে। এসবের বাইরেও হামাস গাজার সরকারের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি দলের কাছে হস্তান্তর করতেও রাজি আছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মিসর গত মাসে যে প্রস্তাব দিয়েছিল, সেখানেও এ বিষয়টির উল্লেখ ছিল। এক আরব কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েলের ওপর সব ধরনের হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হামাসের কিছু কর্মকর্তা তাদের সব অস্ত্র একটি গুদামে রাখার প্রস্তাব দিয়েছে। যা সশস্ত্র রক্ষীরা পাহাড়া দেবে। তবে তারা গাজাকে নিরস্ত্রীকরণ করবে না। অর্থাৎ গাজা থেকে অস্ত্র অন্য কোনো দেশের হাতে তুলে দেবে না। যেমনটা ইসরায়েল দাবি করছে। অপরদিকে ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, হামাস পাঁচ বছর, বা ১০ বছর, আর সম্ভব হলে ১৫ বছরের জন্য ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করতে চাইছে। এছাড়া হামাস কয়েকশ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে একসঙ্গে ইসরায়েলের সব জিম্মিকে (৫৯ জন) ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এরআগে তাদের সঙ্গে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি করতে হবে। সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। সঙ্গে গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে যেন মানবিক সহায়তা পৌঁছাতে পারে। সবশেষে গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। হামাস এমন প্রস্তাব দিলেও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শনিবার এটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যদি হামাস সব জিম্মিকে মুক্তি দেয় তবুও তিনি যুদ্ধ বন্ধ করবেন না। কারণ এতে হামাস সেখানকার সরকারের নিয়ন্ত্রণে থেকে যাবে। যা তিনি মানবেন না। নেতানিয়াহু আরও জানান, কেউ কেউ তাকে বলছে হামাসের সঙ্গে চুক্তি করে আগে জিম্মিদের ছাড়িয়ে আনতে। এরপর তাদের ওপর আবার হামলা শুরু করতে। তবে হামাস যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক গ্যারান্টি চাইছে বলে জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। এ কারণে একবার যুদ্ধ বন্ধ করলে আর যুদ্ধ করা ফের সম্ভব হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স