ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:০৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:০৪:০৫ পূর্বাহ্ন
অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি
ছয় দফা দাবিতে গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অবরোধ আর বৃষ্টির কারণে সৃষ্ট যানজট বিকাল গড়িয়ে সন্ধ্যাও কমেনি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গতকাল বুধবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর কিছু পয়েন্টে তীব্র যানজট দেখা যায়। আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁও, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগে যানজটে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। যানজট রয়েছে মিরপুর রোড, সাইয়েন্সল্যাব ও নিউমার্কেটের দিকেও। এসব রাস্তায় চলাচল করা যাত্রীদের বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছাতে হয়। সড়কে যানবাহন আটকে থাকায় হেঁটেই গন্তব্যে রওনা দিতে দেখা যায় অনেককে। গতকাল বিকালে গুলশান থেকে অফিস শেষে বের হয়ে যানজটের মুখে পড়েন বেসরকারিজীবী তায়েবা আক্তার। রিকশায় কলাবাগান নিজ বাসার উদ্দেশে রওনা হয়ে তেজগাঁও লিংক রোডে পৌঁছালে তাকে বহন করা রিকশাটি যানজটে আটকা পড়ে। পরে রিকশা থেকে নেমে হেঁটেই রওনা দেন তিনি। তায়েবা বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছিল। না নেমে উপায় ছিল না। লিংক রোড থেকে বাকি পথ হেঁটেই বাসায় যেতে হবে। এছাড়া বৃষ্টিতে যারা রিকশায় চড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন, তাদেরও ভোগান্তির কমতি নেই। বৃষ্টিতে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে। পান্থপথ স্কয়ার হসপিটাল থেকে ফার্মগেট যাবেন সাব্বির আহমেদ ইয়াসমিন। স্কয়ার থেকে ফার্মগেট ৩০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা ভাড়া। আজ গুণতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সাব্বির বলেন, একটু বৃষ্টি হলেই ভাড়া বাড়িয়ে দিতে হয়। এ শহরে এটা নতুন কিছু না। এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, গতকাল বুধবার সকাল থেকে সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারপাশে সড়কে চাপের কারণে যানবাহনের চাপ বেড়েছে। কিছু গাড়ি ওপরে দিয়ে চলাচল করলেও তেজগাঁওয়ের অধিকাংশ পয়েন্ট বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স