
ছয় দফা দাবিতে গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অবরোধ আর বৃষ্টির কারণে সৃষ্ট যানজট বিকাল গড়িয়ে সন্ধ্যাও কমেনি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
গতকাল বুধবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর কিছু পয়েন্টে তীব্র যানজট দেখা যায়। আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁও, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগে যানজটে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। যানজট রয়েছে মিরপুর রোড, সাইয়েন্সল্যাব ও নিউমার্কেটের দিকেও। এসব রাস্তায় চলাচল করা যাত্রীদের বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছাতে হয়। সড়কে যানবাহন আটকে থাকায় হেঁটেই গন্তব্যে রওনা দিতে দেখা যায় অনেককে।
গতকাল বিকালে গুলশান থেকে অফিস শেষে বের হয়ে যানজটের মুখে পড়েন বেসরকারিজীবী তায়েবা আক্তার। রিকশায় কলাবাগান নিজ বাসার উদ্দেশে রওনা হয়ে তেজগাঁও লিংক রোডে পৌঁছালে তাকে বহন করা রিকশাটি যানজটে আটকা পড়ে। পরে রিকশা থেকে নেমে হেঁটেই রওনা দেন তিনি। তায়েবা বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছিল। না নেমে উপায় ছিল না। লিংক রোড থেকে বাকি পথ হেঁটেই বাসায় যেতে হবে। এছাড়া বৃষ্টিতে যারা রিকশায় চড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন, তাদেরও ভোগান্তির কমতি নেই। বৃষ্টিতে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে।
পান্থপথ স্কয়ার হসপিটাল থেকে ফার্মগেট যাবেন সাব্বির আহমেদ ইয়াসমিন। স্কয়ার থেকে ফার্মগেট ৩০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা ভাড়া। আজ গুণতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সাব্বির বলেন, একটু বৃষ্টি হলেই ভাড়া বাড়িয়ে দিতে হয়। এ শহরে এটা নতুন কিছু না।
এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, গতকাল বুধবার সকাল থেকে সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারপাশে সড়কে চাপের কারণে যানবাহনের চাপ বেড়েছে। কিছু গাড়ি ওপরে দিয়ে চলাচল করলেও তেজগাঁওয়ের অধিকাংশ পয়েন্ট বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে।