ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বুড়িগঙ্গা যেন ঢাকার ডাস্টবিন রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ সৌদি আরবে নথিপত্র না থাকায় অবরুদ্ধ বাংলাদেশি কর্মীরা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেয়ার তাগিদ বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন-প্রধান বিচারপতি ঐকমত্য কমিশনের সঙ্গে জাসদের আলোচনা বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে-আইন উপদেষ্টা গাজীপুরে বাটা শোরুমে লুটপাট যৌতুক বন্ধে ইমাম-খতিবরা ভূমিকা রাখুন-ধর্ম উপদেষ্টা মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ রিমান্ড শেষে কারাগারে তুরিন আফরোজ মেঘনা আলমের মুক্তি ও বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি মারধরের ভয়ে স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে থানায় স্বামী চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১ মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার : র‌্যাব চাঁদপুরের সন্ত্রাসী ভূমিদস্যু হান্নান বাহিনীর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে নৌবাহিনীর জাহাজ বোরকা না পরায় নারী ইউএনওকে কার্যালয় থেকে বের করে দেয়ার নিন্দা দেশে ফিরলেন সেনাপ্রধান

মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার : র‌্যাব

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৯:৩৪ অপরাহ্ন
মোহাম্মদপুর থেকে দুই ডাকাত গ্রেফতার : র‌্যাব
আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত একটি চক্রের প্রধান মো. বিল্লু মিয়ার সহযোগী ও ডাকাতদলের গুরুত্বপূর্ণ ২ সদস্যকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় তাদের কাছ থেকে রাজধানীর আদাবর ও ডেমরা থানা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গতকাল শনিবার (র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- মো. রাজা ওরফে রাজু (৩৮) ও মো. কামাল (৩২)। খান আসিফ তপু বলেন, সাম্প্রতিক সময়ে সিএনজি-অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে র‌্যাব-২ অভিযান চালিয়ে ডাকাত দলনেতা বিল্লু ও তার ৩ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তিনি বলেন, গতকাল মো. রাজা ওরফে রাজুকে (৩৮) আদাবর থানা এলাকা থেকে এবং ডেমরা থানা এলাকা থেকে মো. কামালকে (৩২) গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রে জড়িত। এসময় গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ফোল্ডিং চাকু, ১টি ৫ হাজার ভোল্ট ইলেক্ট্রিক ট্রেজারগান, ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স