
আন্তঃজেলা ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত একটি চক্রের প্রধান মো. বিল্লু মিয়ার সহযোগী ও ডাকাতদলের গুরুত্বপূর্ণ ২ সদস্যকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এসময় তাদের কাছ থেকে রাজধানীর আদাবর ও ডেমরা থানা এলাকা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গতকাল শনিবার (র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- মো. রাজা ওরফে রাজু (৩৮) ও মো. কামাল (৩২)।
খান আসিফ তপু বলেন, সাম্প্রতিক সময়ে সিএনজি-অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে র্যাব-২ অভিযান চালিয়ে ডাকাত দলনেতা বিল্লু ও তার ৩ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। চক্রের অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তিনি বলেন, গতকাল মো. রাজা ওরফে রাজুকে (৩৮) আদাবর থানা এলাকা থেকে এবং ডেমরা থানা এলাকা থেকে মো. কামালকে (৩২) গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রে জড়িত। এসময় গ্রেফতারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ফোল্ডিং চাকু, ১টি ৫ হাজার ভোল্ট ইলেক্ট্রিক ট্রেজারগান, ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি মটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।