ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১১:১১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার
* গত সাত মাসে দেশে বন্ধ হয়েছে ৭৭ লাখ সিমকার্ড বা মোবাইল ফোন সংযোগ।
* সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ রেখেছে তাদের সিমকার্ড।
* একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ১০ লাখ কমেছে।


দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। গত সাত মাসে দেশে বন্ধ হয়েছে ৭৭ লাখ সিমকার্ড বা মোবাইল ফোন সংযোগ। মূলত বিগত সরকারের অনেক নেতা-কর্মীর চলে যাওয়া এবং দেশে সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ রেখেছে তাদের সিমকার্ড। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে মোবাইল কোম্পানিগুলোর ৭৭ লাখ গ্রাহক কমেছে। একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ১০ লাখ কমেছে। চলতি বছরের জানুয়ারিতে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৬৫ লাখে নেমে এসেছে, যা ২০২৪ সালের জুলাই মাসে ছিল ১৯ কোটি ৪২ লাখ। একইভাবে গত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ১০ লাখ থেকে কমে গত জানুয়ারি শেষে ১৩ কোটিতে দাঁড়ায়।
সূত্র জানায়, দেশে কর্মরত মোবাইল অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে বাংলালিংক। এর পরিমাণ ৪৫ লাখ। বিগত ২০২৪ সালের জুলাই মাসে দেশে বাংলালিংক ব্যবহারকারী ছিল ৪ কোটি ৩৫ লাখ। ওই সংখ্যা গত জানুয়ারিতে কমে ৩ কোটি ৯০ লাখে দাঁড়ায়। গ্রামীণফোন হারিয়েছে ৭ লাখ ব্যবহারকারী। ফলে ওই অপারেটরের মোট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৫২ লাখ থেকে কমে ৮ কোটি ৪৫ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে রবি হারিয়েছে ২৫ লাখ ব্যবহারকারী। ফলে ওই অপারেটরের ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ থেকে কমে জানুয়ারিতে দাঁড়ায় ৫ কোটি ৬৫ লাখ।
সূত্র আরো জানায়, সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণে অথবা অর্থনৈতিক কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ করে দিয়েছে তাদের সিমকার্ড। আর সিম ব্যবহারকারীর ক্রমহ্রাসমান সংখ্যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা রাজনৈতিক না অর্থনৈতিক অথবা উভয় কারণে কমেছেি  না তা বিশ্লেষণ করে বের করা প্রয়োজন। কারণ গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলে এর প্রভাব সুদূরপ্রসারী পড়বে। বাধাগ্রস্ত হবে অপারেটরদের রাজস্ব ঘাটতি, ডিজিটাল বিভাজন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য করনীতি পুনর্বিবেচনা করাও জরুরি। বর্তমানে প্রতি ১ টাকার বিপরীতে ৫৬ পয়সা সরাসরি সরকারের কোষাগারে কর হিসেবে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকের ব্যয় হ্রাসে সহায়তা করবে এমন নীতি প্রবর্তন করা প্রয়োজন। তাছাড়া অপারেটরদের মাঝে ইকুইপমেন্ট (সরঞ্জাম) ভাগাভাগি, স্পেকট্রাম খরচ হ্রাস এবং কোনো অতিরিক্ত সুবিধা প্রদান করছে না এমন অপ্রয়োজনীয় সেবার খাত (সার্ভিস লেয়ার) অপসারণ করার মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অপারেটরদের ফাইবার এবং সাইট নির্মাণসহ নিজস্ব নেটওয়ার্ক স্থাপন করার অনুমতি দিতে হবে, কিন্তু বিদ্যমান বিধিমালার অধীনে করা সম্ভব নয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ