ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা : আহত ৭ প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শিখরে বাবর আলী রাজনীতির ময়দানে টিকে থাকতে জাপা’র পরিকল্পনা গাজায় গণহত্যা : চার জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায় ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ভোটের প্রস্তুতিতে সংস্কার প্রস্তাবে গুরুত্ব কম ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি’র কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস অবশেষে লম্বা ছুটি কাটিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১১:১১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার
* গত সাত মাসে দেশে বন্ধ হয়েছে ৭৭ লাখ সিমকার্ড বা মোবাইল ফোন সংযোগ।
* সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ রেখেছে তাদের সিমকার্ড।
* একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ১০ লাখ কমেছে।


দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। গত সাত মাসে দেশে বন্ধ হয়েছে ৭৭ লাখ সিমকার্ড বা মোবাইল ফোন সংযোগ। মূলত বিগত সরকারের অনেক নেতা-কর্মীর চলে যাওয়া এবং দেশে সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ রেখেছে তাদের সিমকার্ড। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে মোবাইল কোম্পানিগুলোর ৭৭ লাখ গ্রাহক কমেছে। একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ১০ লাখ কমেছে। চলতি বছরের জানুয়ারিতে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ৬৫ লাখে নেমে এসেছে, যা ২০২৪ সালের জুলাই মাসে ছিল ১৯ কোটি ৪২ লাখ। একইভাবে গত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৪ কোটি ১০ লাখ থেকে কমে গত জানুয়ারি শেষে ১৩ কোটিতে দাঁড়ায়।
সূত্র জানায়, দেশে কর্মরত মোবাইল অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে বাংলালিংক। এর পরিমাণ ৪৫ লাখ। বিগত ২০২৪ সালের জুলাই মাসে দেশে বাংলালিংক ব্যবহারকারী ছিল ৪ কোটি ৩৫ লাখ। ওই সংখ্যা গত জানুয়ারিতে কমে ৩ কোটি ৯০ লাখে দাঁড়ায়। গ্রামীণফোন হারিয়েছে ৭ লাখ ব্যবহারকারী। ফলে ওই অপারেটরের মোট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৫২ লাখ থেকে কমে ৮ কোটি ৪৫ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে রবি হারিয়েছে ২৫ লাখ ব্যবহারকারী। ফলে ওই অপারেটরের ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ থেকে কমে জানুয়ারিতে দাঁড়ায় ৫ কোটি ৬৫ লাখ।
সূত্র আরো জানায়, সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা উদ্বেগের কারণে অথবা অর্থনৈতিক কারণেও অনেক ব্যবহারকারী বন্ধ করে দিয়েছে তাদের সিমকার্ড। আর সিম ব্যবহারকারীর ক্রমহ্রাসমান সংখ্যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা রাজনৈতিক না অর্থনৈতিক অথবা উভয় কারণে কমেছেি  না তা বিশ্লেষণ করে বের করা প্রয়োজন। কারণ গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকলে এর প্রভাব সুদূরপ্রসারী পড়বে। বাধাগ্রস্ত হবে অপারেটরদের রাজস্ব ঘাটতি, ডিজিটাল বিভাজন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য করনীতি পুনর্বিবেচনা করাও জরুরি। বর্তমানে প্রতি ১ টাকার বিপরীতে ৫৬ পয়সা সরাসরি সরকারের কোষাগারে কর হিসেবে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকের ব্যয় হ্রাসে সহায়তা করবে এমন নীতি প্রবর্তন করা প্রয়োজন। তাছাড়া অপারেটরদের মাঝে ইকুইপমেন্ট (সরঞ্জাম) ভাগাভাগি, স্পেকট্রাম খরচ হ্রাস এবং কোনো অতিরিক্ত সুবিধা প্রদান করছে না এমন অপ্রয়োজনীয় সেবার খাত (সার্ভিস লেয়ার) অপসারণ করার মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অপারেটরদের ফাইবার এবং সাইট নির্মাণসহ নিজস্ব নেটওয়ার্ক স্থাপন করার অনুমতি দিতে হবে, কিন্তু বিদ্যমান বিধিমালার অধীনে করা সম্ভব নয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স