ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
গবেষণা প্রতিবেদন

পৃথিবী সৃষ্টির আগেই মহাবিশ্ব ভ্রমণ করেছে আমাদের শরীরের কণাগুলো

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০২:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০২:২২:২৮ অপরাহ্ন
পৃথিবী সৃষ্টির আগেই মহাবিশ্ব ভ্রমণ করেছে আমাদের শরীরের কণাগুলো
আমাদের শরীরের বেশিরভাগ পরমাণু মিলিয়ন মিলিয়ন বছর ধরে মিল্কিওয়ে ছায়াপথের চারপাশে একটি মহাজাগতিক ‘কনভেয়র বেল্ট’-এ ঘুরে বেড়িয়েছে। তারপর সেগুলো আমাদের ছায়াপথে পুনরায় ফিরে এসেছে, এমনকি সূর্য ও পৃথিবী তৈরি হওয়ার আগে। এ সংশ্লিষ্ট একটি গবেষণা ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই পরমাণুগুলো মিলিয়ন মিলিয়ন বছর ধরে আমাদের মিল্কিওয়ের বাইরে মহাজাগতিক ভ্রমণে ছিল। তারপর মিল্কিওয়েতে ফিরে এসে নতুন গ্রহ এবং আমাদের মতো জীবের বা প্রাণের অংশ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, আমাদের শরীরের কার্বন সম্ভবত অনেক আগে অন্য ছায়াপথের কাছাকাছি ভ্রমণ করেছে। এরপর মহাজাগতিক ‘কনভেয়র বেল্ট’-এর সাহায্যে ফিরে এসেছে। লাইভ সায়েন্সের প্রতিবেদন মতে, নতুন গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আমাদের শরীরের বেশিরভাগ পরমাণু, বিশেষ করে কার্বন, অক্সিজেন, লোহা একসময় আমাদের মিল্কিওয়ে ছায়াপথের বাইরে চলে গিয়েছিল। এই পরমাণুগুলো মূলত প্রাথমিকভাবে নক্ষত্র থেকে তৈরি হয় এবং যখন নক্ষত্র বিস্ফোরিত হয় (সুপারনোভা), তখন এগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে। আগুলো শুধু মিল্কিওয়ের মধ্যেই ঘুরে বেড়ায় না, বরং মহাজাগতিক ‘কনভেয়র বেল্ট’-এর মাধ্যমে ছায়াপথের বাইরে চলে যায় এবং একইভাবে আবার ফিরে আসে। মানুষের আয়ত্তাধীন জ্ঞান বলে, এই ‘কনভেয়র বেল্ট’ বলতে বোঝানো হয়েছে ‘সার্কামগ্যালাকটিক মিডিয়াম’ (পরৎপঁসমধষধপঃরপ সবফরঁস বা ঈএগ)। এটি একটি বিশাল গ্যাসের মেঘ, যা ছায়াপথের চারপাশে থাকে এবং নক্ষত্রের বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া উপাদানগুলোকে বহন করে। আগে ধারণা ছিল, কার্বন এত হালকা যে, ছায়াপথের বাইরে যেতে পারে না। কিন্তু গবেষকরা দেখেছেন, কার্বন শুধু বাইরে যায় না, বরং এই মহাজাগতিক স্রোতে প্রচুর পরিমাণে থাকে। হাবল টেলিস্কোপের ‘কসমিক অরিজিন্স স্পেকট্রোগ্রাফ’ দিয়ে দূরের কোয়েসারের আলো পরীক্ষা করে তারা জানতে পেরেছেন, কার্বন মিল্কিওয়ে থেকে ৪,০০,০০০ আলোকবর্ষ দূরেও পাওয়া যায়-যা আমাদের ছায়াপথের আকারের চার গুণ! গবেষণার সহ-লেখক জেসিকা ওয়ার্ক বলেন, আমাদের শরীরের কার্বন অনেক সময় মিল্কিওয়ের বাইরে কাটিয়েছে। অক্সিজেন, লোহার মতো অন্যান্য উপাদানও এভাবে ভ্রমণ করেছে। তাই আমাদের শরীরের বেশিরভাগ পরমাণু একসময় ছায়াপথের বাইরে ছিল। এই আবিষ্কার থেকে বোঝা যায়, আমরা শুধু পৃথিবীর বা মিল্কিওয়ের নই, আমাদের শরীরের কণাগুলো পুরো মহাবিশ্বের ভ্রমণকারী!

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স