চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খানের মায়ের জানাজা শেষে ডাকপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন মো. মহিউদ্দিন নামের এক সাংবাদিক। জানা যায়, দুপুরে ডাকপাড়া এলাকায় এহসান এ খানের মায়ের জানাজায় যোগ দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, সদস্য সচিব মুহাম্মদ ওসমানসহ কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। জানাজা শেষে সরওয়ার জামাল নিজামের পক্ষ থেকে তাঁর সমর্থকেরা একটি ব্যানার টাঙ্গানোর পর সেটি নামিয়ে ফেলে কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের কর্মী মির্জা আতাউল্লাহ, মো. রাকিব, মো. আরফাত, আহমদ নুর, আবদুল হালিম, আবদুল আজিজ ও লোকমানসহ কয়েকজন আহত হন। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরিফ বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
