ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড যশোরে পৃথক অভিযানে ৩৬টি সোনার বারসহ গ্রেফতার ৩ বিএসএফ মহাপরিচালকে ক্ষমা চাইতে হবে: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আরও ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে আইনি নোটিশ ডিআরইউতে হামলায় প্রতিবাদ ও নিন্দার ঝড় মেহেরপুর জেলা আ’লীগের সদস্যসহ ২ জন রিমান্ডে বিস্ফোরক সংকটে উৎপাদন বন্ধ মধ্যপাড়া পাথর খনিতে জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস নঈম নিজামসহ ২ সাংবাদিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মামলা বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট গয়েশ্বর রায়ের দুর্নীতি মামলার রায় পেছালো মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের

ঈদযাত্রায় ভিড় বেড়েছে ট্রেনে

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১১:২৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১১:২৮:০৮ পূর্বাহ্ন
ঈদযাত্রায় ভিড় বেড়েছে ট্রেনে
ঈদ উপলক্ষে শুরু হয়েছে ঘরমুখো মানুষের স্রোত। আগাম টিকিটধারীদের যাত্রার মধ্য দিয়ে সোমবার শুরু হওয়া ঈদযাত্রার চতুর্থ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। ট্রেনযোগে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। যাত্রী সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে সচেষ্ট আছে বলে জানিয়েছে। ট্রেনের সময় রক্ষা, অতিরিক্ত ট্রেন পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদাররের মতো বেশ কিছু উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, যদিও চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস কিছুটা দেরি করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের দ্রুত ট্রেনে উঠতে ও নামতে সহায়তা করা হচ্ছে, যাতে প্ল্যাটফর্মে কোনও জটলা তৈরি না হয়। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। র?্যাব, পুলিশ, আনসার এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও প্রবেশপথে দায়িত্ব পালন করছেন। যাত্রীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করাতে স্টেশনের বাইরে বাঁশের বেড়া দিয়ে চারটি পৃথক লাইন তৈরি করা হয়েছে, যেখানে টিকিট চেক করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শিডিউল ঠিক রাখতে বিশেষ ব্যবস্থা: এবারের ঈদযাত্রায় ১২০টি আন্তঃনগর ট্রেন ছাড়াও পাঁচজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। অন্যান্য লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঈদে সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর থেকেই যাত্রা করেন। তাই স্টেশনে বিশেষ নজর দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
ঈদের ফিরতি টিকিট ও অন্যান্য পরিকল্পনা: ফিরতি যাত্রার টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। ২৭ মার্চ যারা টিকিট সংগ্রহ করছেন, তারা আগামী ৬ এপ্রিলের ট্রেনের জন্য টিকিট পাচ্ছেন। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এছাড়া, ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে।
এখন পর্যন্ত রেলের ব্যবস্থাপনার ঠিক আছে: কমলাপুর স্টেশনে যাত্রীরা এবারের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। এখন পর্যন্ত ট্রেনের শিডিউল মেনে চলার বিষয়টি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষও আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সফল হবে। একাধিক যাত্রী জানান, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কিনা, তা পুরো যাত্রার শেষে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত রেলওয়ের পরিকল্পনা ও যাত্রীসেবার মান ঠিক আছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের রেষারেষিতে চাকরি সংকট