ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ দাবি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:১২:৩২ অপরাহ্ন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ দাবি
দেশের স্বীকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক ‘গোলটেবিল বৈঠক’ এ দাবি জানানো হয়। গোলটেবিল বৈঠকে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ব্যাপারে তিনটি প্রস্তাবনা তুলে ধরা হয়। সেগুলো হলো-১. মাদরাসা শিক্ষা অধিদফতরের তালিকা অনুযায়ী ১৫ হাজার ১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা। ২. বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন কোডভুক্ত ৫ হাজার ৪ শত ৭৮টি মাদরাসা। ৩. রেজিস্ট্রেশনভুক্ত কোড বিহীন (চলমান হালনাগাদ জরিপ অনুযায়ী) ইবতেদায়ী মাদরাসা। সবগুলো প্রতিষ্ঠান এক সঙ্গে জাতীয়করণের ঘোষণা দাবি করা হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, বাংলাদেশের মাদরাসা শিক্ষার ভিত্তি হলো ইবতেদায়ী মাদরাসা। এই পর্যায়ে একজন শিক্ষার্থীর ভিত্তি গড়ার কাজ করা হয়। তাই ইবতেদায়ী পর্যায়ের শিক্ষকদের বঞ্চিত রেখে উচ্চ পর্যায়ে ভালো কিছু আশা করা যায় না। ফলে অতি দ্রুত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদরাসাগুলো জাতীয়করণ হওয়া দরকার। এটা ইবতেদায়ী পর্যায়ের শিক্ষকদের ন্যায্য দাবি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, দেশের মাদরাসা ও সাধারণ শিক্ষার কারিকুলাম এখন সমান। বরং মাদরাসার শিক্ষার্থীদের আরবীসহ বেশি পড়াশোনা করতে হয়। ফলে দেশের সকল ক্ষেত্রে যাতে এসব শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় ভালো অবস্থান করে নিতে পারে। এসব কিছুর মূল হলো ইবতেদায়ী পর্যায়, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনার শুরু হয়। তাই এই পর্যায়ের অবস্থার ভালো জন্য সবার আগে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা করতে হবে। তারপর সিলেবাস নিয়ে কাজ করতে হবে। আমরা সরকারের কাছে বলতে চাই, আমাদের নিজেদের ন্যায্য অধিকার শুধু দেন। সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. সামছুল আলম, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক, গেস্ট অব অনার হিসেবে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ