ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

ঈদের ছুটি দু’দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
ঈদের ছুটি দু’দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
আসন্ন ঈদুল ফিতরের ছুটি ৯দিনের পরিবর্তে ১১ দিন করার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউটা পোশাক কারখানা শ্রমিকেরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন চালক, যাত্রী ও সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানার সমানে মহাসড়কে অবস্থান নিয়ে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট (পৌনে এক ঘণ্টা) সড়ক অবরোধ করে রাখেন ওই কারখানার শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ ও সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে অলোচনার প্রতিশ্রুতি দিলে তারা মহাসড়ক থেকে সরে গেলে ৯টা ৫০ মিনিট যান চলাচল শুরু হয়। আন্দেলনরত শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে আসন্ন ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোর থেকে নিচে নেমে কারখানা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে কারখানার ভেতরে নিয়ে যায়। তারা আরও বলেন, সরকার ঘোষিত ছুটির বাইরে বাকি ছুটির জন্য আমাদেরকে অতিরিক্ত ডিউটি করিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তাহলে কারখানা কর্তৃপক্ষ আমাদের ছুটি দিল কোথায়? যে কয়দিন ছুটি দিয়েছে ইতোমধ্যে আমরা সে কয়দিন ডিউটি করে দিয়েছি। তাছাড়া ৯ দিনের মধ্যে একদিন শুক্রবার। সেটা তো সাপ্তাহিক ছুটি। তাহলে কারখানার পক্ষ থেকে আমাদের ছুটি দিল কীভাবে? গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শ্রমিকরা তাদের দুই দিন ছুটি বাড়ানোর জন্য সকাল থেকে কাজ বন্ধ করে দেয়। পরে সড়ক অবরোধ করলে তাদেরকে বুঝিয়ে শ্রমিকেরা কারখানা অভ্যন্তরে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে। এখানও আলোচনা চলছে। ইউটা কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ