ঈদের ছুটি দু’দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
আসন্ন ঈদুল ফিতরের ছুটি ৯দিনের পরিবর্তে ১১ দিন করার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউটা পোশাক কারখানা শ্রমিকেরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন চালক, যাত্রী ও সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানার সমানে মহাসড়কে অবস্থান নিয়ে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট (পৌনে এক ঘণ্টা) সড়ক অবরোধ করে রাখেন ওই কারখানার শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ ও সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে অলোচনার প্রতিশ্রুতি দিলে তারা মহাসড়ক থেকে সরে গেলে ৯টা ৫০ মিনিট যান চলাচল শুরু হয়। আন্দেলনরত শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে আসন্ন ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোর থেকে নিচে নেমে কারখানা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে কারখানার ভেতরে নিয়ে যায়। তারা আরও বলেন, সরকার ঘোষিত ছুটির বাইরে বাকি ছুটির জন্য আমাদেরকে অতিরিক্ত ডিউটি করিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তাহলে কারখানা কর্তৃপক্ষ আমাদের ছুটি দিল কোথায়? যে কয়দিন ছুটি দিয়েছে ইতোমধ্যে আমরা সে কয়দিন ডিউটি করে দিয়েছি। তাছাড়া ৯ দিনের মধ্যে একদিন শুক্রবার। সেটা তো সাপ্তাহিক ছুটি। তাহলে কারখানার পক্ষ থেকে আমাদের ছুটি দিল কীভাবে? গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শ্রমিকরা তাদের দুই দিন ছুটি বাড়ানোর জন্য সকাল থেকে কাজ বন্ধ করে দেয়। পরে সড়ক অবরোধ করলে তাদেরকে বুঝিয়ে শ্রমিকেরা কারখানা অভ্যন্তরে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে। এখানও আলোচনা চলছে। ইউটা কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net