ঢাকা , সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ দেশজুড়ে অপরাধ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র দখলদারদের লোভের শিকারে খুলনা বিভাগের ৩৭ নদী সংকটাপন্ন প্রবাসীর স্ত্রীসহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার চাঁদপুরে রঙিন সুতোয় জামদানি তৈরিতে সাড়া ফেলেছেন রনি চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক লিচু বাগানে কুমড়া চাষে সফল স্কুল শিক্ষক জনি প্রশংসায় ভাসছেন গাংনীর ইউএনও প্রীতম সাহা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ভারতীয় বাসমতি চাউল জব্দ মতলবে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ দুর্ভাগ্য কাটছেই না ম্যানসিটির বিশ্রাম ছাড়া ম্যাচ খেলবে না রিয়াল জোড়া গোল এমবাপের, ভিয়ারিয়ালের সাথে জয় পেলো রিয়াল এবার আইপিএলকে টেক্কা দিতে আসছে সৌদি লিগ অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেলোনা পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া ইমার্জিং দল আপাতত শেষ হচ্ছে না ফিল সিমন্স অধ্যায়

অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:৫২ অপরাহ্ন
অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ভারতের ট্রফি জয়ে বড় অবদান ছিল বিরাট কোহলির। গুঞ্জন ছিল শিরোপা জিতে অবসর নিতে পারেন কোহলি-রোহিতরা। তবে অবসর নেননি তাদের কেউই। তবে কোহলির কথায় আভাস মিলল ক্যারিয়ারের শেষভাগেই আছেন এই তারকা। আইপিএল শুরুর আগে আরসিবির ইনোভেশন ল্যাব টকে কথা বলেছেন কোহলি। সেখানে জানিয়েছেন, তার অস্ট্রেলিয়া সফর, অবসর, টি-টোয়েন্টি ক্রিকেট ও অন্যান্য বিষয় নিয়ে। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও পরবর্তীতে ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। ভারতও সিরিজ হেরেছিল। এটাই শেষ অস্ট্রেলিয়া সফর ছিল জানিয়ে কোহলি বলেছেন, ‘হয়তো আর কখনো অস্ট্রেলিয়া সফরে যেতে পারবো না। তাই অতীতে যা অর্জন করেছি তাতেই আমার শান্তি। অতীতে যা হয়েছে তা কখনও বদলাতে পারবো না। যেমন ২০১৪ সালের ইংল্যান্ড সফর। ২০১৮ সালে আবার সে দেশে গিয়ে যা করার সেটা করেছিলাম। যদি হতাশার ব্যাপারে বেশি ভাবতে শুরু করেন, তাহলে নিজের উপরেই বোঝা বাড়বে। অস্ট্রেলিয়া গিয়েও সেটা বুঝেছি। প্রথম টেস্টে ভালো রান করেছিলাম। ভেবেছিলাম এভাবেই বাকি ম্যাচগুলো খেলা যাবে। তবে ব্যাপারটা ওভাবে এগোয়নি। কীভাবে এর মোকাবিলা করবেন? আমার মতে মেনে নেয়া ছাড়া গতি নেই।’ কোহলি আরো বলেছেন, ‘অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের জন্য খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিক্সেও খেলতে পারবো। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ ব্যাপার।’ এছাড়া বাকি দুই ফরম্যাট থেকে অবসরের পর কি করবেন তা এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন কোহলি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স