অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০৭:৪২:৫২ অপরাহ্ন
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ভারতের ট্রফি জয়ে বড় অবদান ছিল বিরাট কোহলির। গুঞ্জন ছিল শিরোপা জিতে অবসর নিতে পারেন কোহলি-রোহিতরা। তবে অবসর নেননি তাদের কেউই। তবে কোহলির কথায় আভাস মিলল ক্যারিয়ারের শেষভাগেই আছেন এই তারকা। আইপিএল শুরুর আগে আরসিবির ইনোভেশন ল্যাব টকে কথা বলেছেন কোহলি। সেখানে জানিয়েছেন, তার অস্ট্রেলিয়া সফর, অবসর, টি-টোয়েন্টি ক্রিকেট ও অন্যান্য বিষয় নিয়ে। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও পরবর্তীতে ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। ভারতও সিরিজ হেরেছিল। এটাই শেষ অস্ট্রেলিয়া সফর ছিল জানিয়ে কোহলি বলেছেন, ‘হয়তো আর কখনো অস্ট্রেলিয়া সফরে যেতে পারবো না। তাই অতীতে যা অর্জন করেছি তাতেই আমার শান্তি। অতীতে যা হয়েছে তা কখনও বদলাতে পারবো না। যেমন ২০১৪ সালের ইংল্যান্ড সফর। ২০১৮ সালে আবার সে দেশে গিয়ে যা করার সেটা করেছিলাম। যদি হতাশার ব্যাপারে বেশি ভাবতে শুরু করেন, তাহলে নিজের উপরেই বোঝা বাড়বে। অস্ট্রেলিয়া গিয়েও সেটা বুঝেছি। প্রথম টেস্টে ভালো রান করেছিলাম। ভেবেছিলাম এভাবেই বাকি ম্যাচগুলো খেলা যাবে। তবে ব্যাপারটা ওভাবে এগোয়নি। কীভাবে এর মোকাবিলা করবেন? আমার মতে মেনে নেয়া ছাড়া গতি নেই।’ কোহলি আরো বলেছেন, ‘অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের জন্য খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিক্সেও খেলতে পারবো। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ ব্যাপার।’ এছাড়া বাকি দুই ফরম্যাট থেকে অবসরের পর কি করবেন তা এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন কোহলি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net