ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকতে পারে হামাস

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১২:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১২:৫৯:৩০ অপরাহ্ন
শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকতে পারে হামাস শক্তিশালী গোষ্ঠী হয়েই টিকে থাকতে পারে হামাস
জনতা ডেস্ক
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সবশেষ শক্ত ঘাঁটিদাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরাইলি বাহিনীএ নিয়ে উত্তাল আন্তর্জাতিক রাজনীতিওএর মধ্যেই গত রোববার গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের ব্যাপক লড়াই হয়েছেমার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস
ইসরাইল ও হামাস দুই পক্ষই জানিয়েছে, গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছেইসরাইলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর সবার নজর সেদিকে থাকলেও, একই সময়ে তুমুল লড়াই হচ্ছে গাজার উত্তরাঞ্চলেবিশ্লেষকরা বলছেন, ইসরাইল যখন রাফাহ নিয়ে ব্যস্ত, সেই সুযোগে অন্যান্য এলাকায় সংগঠিত হচ্ছে হামাসনিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, সাত মাসের যুদ্ধে গাজায় সবচেয়ে পরিচিত দৃশ্য এমন যে- ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাসমুক্তঘোষণা করেতবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় নাকারণ হামাস যোদ্ধারা ফের সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেনমার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি বলেছেন, গাজার শাসনভার কিভাবে চলবে, তা নিয়ে ইসরাইল এখনো কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশঅর্থাৎ, গাজায় ইসরাইলের বিজয় স্থায়ী না-ও হতে পারে এবং সেখানে আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে- সেদিকেই ইঙ্গিত তারমূলত, ইসরাইলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা আসেজৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়ইসরাইলি বাহিনী জানায়, সেখানে ওই দিন রাতেই বিভিন্ন লক্ষ্যবস্তুতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছেতাদের দাবি, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়
এদিকে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়বে বলে সতর্ক করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়গত সোমবার রাফায় ইসরাইলের হামলা জোরদার হওয়ায় এমন সতর্ক বার্তা দিলো প্রশাসনএদিন এক প্রতিবেদনে আল জাজিরার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, যদি গাজার হাসপাতালগুলোতে দ্রুত জ্বালানী সরবরাহ করা না হয়, তাহলে কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়বেজুনায়েদ সুলতান, একজন ভাসকুলার সার্জন যিনি রাফাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, তিনি বলেন, হাসপাতালগুলোর বিদ্যুৎ চলে যাওয়া মানে সেখানকার রোগীদের জন্য মৃত্যুর সমানদ্রুত জ্বালানী সরবরাহ করা না হলে আর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে নাজুনায়েদ সুলতান আরও বলেন, ‘যদি বিদ্যুৎ, পানির সরবরাহ না থাকে তাহলে হাসপাতালগুলোর ১০০ রোগী নয়, ১০০০ রোগীর জীবন সংকটে পড়বেগাজার ৩৬ টি হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাত্র এক-তৃতীয়াংশ বর্তমানে কাজ করছে এবং সবগুলোতেই ওষুধ, প্রাথমিক চিকিৎসা সরবরাহ, জ্বালানি এবং জনবলের তীব্র ঘাটতি রয়েছেএদিকে, সোমবার গাজার উত্তরে জাবালিয়ায় সেনা এবং ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলরাতভর জাবালিয়া শরণার্থী শিবিরে এবং আশপাশের ঘরবাড়িতে হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেনজাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা ও উত্তরে ইসরাইলি হামলা জোরদার হওয়ার পর রাফা ছেড়েছে প্রায় ৩ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ