ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৪ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা ভারী বৃষ্টির আভাস লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি খুলবে বাণিজ্যের নতুন দুয়ার আমতলীতে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন আমতলীতে সদ্য যোগদানকৃত ইউএনও'র মতবিনিময় সভা আমতলীতে সামুদ্রিক মাছ জব্দ, এতিমখানায় বিতরণ ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস : ডিজি যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আটক ৩ থানায় মামলা ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ করিডর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোঁয়াশা আছে-আনু মুহাম্মদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ টেলিফোন খরচ সোয়া কোটি উদ্বোধনী ব্যয় ৪৩ লাখ টাকা চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো সেভেন সিস্টার্সও লাভবান হবে শাহবাগ অবরোধ নার্সিং শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ৮ বাস ভরে শিক্ষক-শিক্ষার্থীরা এসে যোগ দিলেন অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত ৫০ প্রশিক্ষণের অভাবে থমকে আছে ব্লক ইটের ব্যবহার গাইবান্ধায় জেগে ওঠা চরের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

চারলট এফসির সাথে জয় পেলো মেসিহীন মায়ামি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন
চারলট এফসির সাথে জয় পেলো মেসিহীন মায়ামি
আবারও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হ্যাভিয়ের মাচেরানো। ঘরের মাঠে চারলট এফসির বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসে বসেই সতীর্থদের ১-০ গোলের জয় দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লান্তি এবং অবসাদের কারণে ২৫ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে আর মাঠে নামেননি লিওনেল মেসি। আগের ম্যাচে মেসিকে দলেই রাখা হয়নি। তাদেও আলেনদে এবং সুয়ারেজের গোলে জয় পেয়েছিলো ইন্টার মায়ামি। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে দলে রেখেছিলেন কোচ মাচেরানো তবে মাঠে নামাননি। মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হলো। এমএলএসের মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টার মায়ামির। অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। একে তো লিওনেল মেসি সাইড বেঞ্চে, তারওপর ৩৮তম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। মেসি মাঠে না নামলেও সমর্থকরা সারাক্ষাণ ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছে। তাদের আশা ছিল, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি যদি শেষ মুহূর্তে হলেও মাঠে নামেন! কিন্তু কোচ মাচেরানো আর তাকে নামালেন না। মেসি না থাকা এবং লাল কার্ডের কারণে বেধে রাখা যায়নি মায়ামিকে। ৪৬তম মিনিটে গনজালো লুজানের কাছ থেকে দারুণ এক পাসে বল পেয়ে মাঠের প্রায় মাঝখান থেকে সেন্টার পজিশন ধরে এগিয়ে যান। চারলটের বক্সের সামনে গিয়ে ব্যাক হিলে বল দেন লুইস সুয়ারেজকে। বাম পাশ দিয়ে নিজে এগিয়ে যান একেবারে পোস্টের সামনে। সুয়ারেজ রাইটব্যাকে লুপ করলে বুক দিয়ে বল ধরে দারুণ এক নিচু শটে চারলটের জালে বল জড়ান। এরপর ইন্টার মায়ামির ডিফেন্স চারলটের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে নিজের জয় নিশ্চিত করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স