ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে-তথ্য উপদেষ্টা সর্বনিম্ন ফিতরা ১১০ সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা চলতি বছরের মধ্যে পাচারকৃত অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব-অর্থ উপদেষ্টা পদযাত্রায় সংঘর্ষে শিক্ষার্থী-পুলিশ আহত ধর্ষকের শাস্তি জনসম্মুখে করাসহ ৬ দাবি ঈদের পর এনসিপির চূড়ান্ত রাজনৈতিক এজেন্ডা শ্রমিকদের ওপর হামলার বিচার ও বেতনের দাবি ঝিমিয়ে পড়েছে বিদেশী বাজেট সহায়তার প্রতিশ্রুত অর্থছাড় প্রক্রিয়া প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না ন্যায়বিচার-মানবাধিকার নিশ্চিতের আহ্বান চার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ নিয়ে ভাবছে ইসি শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত ট্রেনে জঙ্গি হামলা জিম্মি ৫শ’ যাত্রী পল্লবী থানায় ঢুকে হামলা ওসিসহ আহত ৩ রাখাল রাহার ৪শ’ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি

চারলট এফসির সাথে জয় পেলো মেসিহীন মায়ামি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন
চারলট এফসির সাথে জয় পেলো মেসিহীন মায়ামি
আবারও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হ্যাভিয়ের মাচেরানো। ঘরের মাঠে চারলট এফসির বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসে বসেই সতীর্থদের ১-০ গোলের জয় দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লান্তি এবং অবসাদের কারণে ২৫ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে আর মাঠে নামেননি লিওনেল মেসি। আগের ম্যাচে মেসিকে দলেই রাখা হয়নি। তাদেও আলেনদে এবং সুয়ারেজের গোলে জয় পেয়েছিলো ইন্টার মায়ামি। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে দলে রেখেছিলেন কোচ মাচেরানো তবে মাঠে নামাননি। মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হলো। এমএলএসের মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টার মায়ামির। অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। একে তো লিওনেল মেসি সাইড বেঞ্চে, তারওপর ৩৮তম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। মেসি মাঠে না নামলেও সমর্থকরা সারাক্ষাণ ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছে। তাদের আশা ছিল, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি যদি শেষ মুহূর্তে হলেও মাঠে নামেন! কিন্তু কোচ মাচেরানো আর তাকে নামালেন না। মেসি না থাকা এবং লাল কার্ডের কারণে বেধে রাখা যায়নি মায়ামিকে। ৪৬তম মিনিটে গনজালো লুজানের কাছ থেকে দারুণ এক পাসে বল পেয়ে মাঠের প্রায় মাঝখান থেকে সেন্টার পজিশন ধরে এগিয়ে যান। চারলটের বক্সের সামনে গিয়ে ব্যাক হিলে বল দেন লুইস সুয়ারেজকে। বাম পাশ দিয়ে নিজে এগিয়ে যান একেবারে পোস্টের সামনে। সুয়ারেজ রাইটব্যাকে লুপ করলে বুক দিয়ে বল ধরে দারুণ এক নিচু শটে চারলটের জালে বল জড়ান। এরপর ইন্টার মায়ামির ডিফেন্স চারলটের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে নিজের জয় নিশ্চিত করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স