চারলট এফসির সাথে জয় পেলো মেসিহীন মায়ামি

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১২:০৭ অপরাহ্ন
আবারও লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হ্যাভিয়ের মাচেরানো। ঘরের মাঠে চারলট এফসির বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসে বসেই সতীর্থদের ১-০ গোলের জয় দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লান্তি এবং অবসাদের কারণে ২৫ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে আর মাঠে নামেননি লিওনেল মেসি। আগের ম্যাচে মেসিকে দলেই রাখা হয়নি। তাদেও আলেনদে এবং সুয়ারেজের গোলে জয় পেয়েছিলো ইন্টার মায়ামি। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে দলে রেখেছিলেন কোচ মাচেরানো তবে মাঠে নামাননি। মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হলো। এমএলএসের মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টার মায়ামির। অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। একে তো লিওনেল মেসি সাইড বেঞ্চে, তারওপর ৩৮তম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি। মেসি মাঠে না নামলেও সমর্থকরা সারাক্ষাণ ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছে। তাদের আশা ছিল, আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি যদি শেষ মুহূর্তে হলেও মাঠে নামেন! কিন্তু কোচ মাচেরানো আর তাকে নামালেন না। মেসি না থাকা এবং লাল কার্ডের কারণে বেধে রাখা যায়নি মায়ামিকে। ৪৬তম মিনিটে গনজালো লুজানের কাছ থেকে দারুণ এক পাসে বল পেয়ে মাঠের প্রায় মাঝখান থেকে সেন্টার পজিশন ধরে এগিয়ে যান। চারলটের বক্সের সামনে গিয়ে ব্যাক হিলে বল দেন লুইস সুয়ারেজকে। বাম পাশ দিয়ে নিজে এগিয়ে যান একেবারে পোস্টের সামনে। সুয়ারেজ রাইটব্যাকে লুপ করলে বুক দিয়ে বল ধরে দারুণ এক নিচু শটে চারলটের জালে বল জড়ান। এরপর ইন্টার মায়ামির ডিফেন্স চারলটের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে নিজের জয় নিশ্চিত করে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net