ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা সরকারের নানা পদক্ষেপেও বিদেশী বিনিয়োগে ধস কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ- প্রেস সচিব অনির্দিষ্টকালের ছুটিতে সায়মা ওয়াজেদ, দাবি পলিসি ওয়াচের প্রতিবেদনে চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‌্যাব চাঁদাবাজি নয় ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন লাল চাঁদ-পুলিশ খুনিদের পায়ে লুটিয়ে পড়েও বাঁচাতে পারেনি লাল চাঁদ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কুপিয়ে জখম করা খতিব, থানায় মামলা পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে- রিজভী ফেনীর তিন নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে-ত্রাণ উপদেষ্টা

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা আটক ৬

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১১:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১১:৪০:৫৭ অপরাহ্ন
কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা আটক ৬
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে জমিতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবদুল মালেক উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মির্জা আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবদুল মালেকের সঙ্গে পাশের মৃত আবদুল হাকিমের ছেলে মো. কামাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে উভয় পক্ষ বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কামাল উদ্দিনের নেতৃত্বে ৬-৭ জন বৃদ্ধ আবদুল মালেককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কামাল উদ্দিনের বাড়ি ঘেরাও দেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কামাল উদ্দিনদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার বিকেলে কামাল উদ্দিনরা বিরোধকৃত জমিতে বেড়া নির্মাণ করছিলেন। এসময় আমার বাবা বাধা প্রদান করেন। এর জের ধরে তারা রাত সাড়ে ৯টায় পরিকল্পনা করে আমার বাবার ওপর হামলা করে এবং ক্রিকেট স্ট্যাম্প দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য