ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, ঘোষণা হলো সূচি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:০৯ অপরাহ্ন
দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, ঘোষণা হলো সূচি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে। তবে আন্তর্জাতিক ব্যস্ততা ফের শুরু হচ্ছে এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে।
আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।
এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, যেখানে তাদের শেষ সফরে টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, যেখানে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে পরাজিত করেছিল। অন্যদিকে, জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়, তবে তারা এই সিরিজকে প্রতিযোগিতামূলক করতে চায়।
দুই দলের সর্বশেষ ৫ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে ৪টিতে। সর্বশেষ ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায়, ওয়ানডেতে দুর্বল পারফরম্যান্স, এমনকি বিপিএল ঘিরে নানা বিতর্কÑসব মিলিয়ে এই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য একটি নতুন শুরু হতে পারে।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে। এরপর মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।
এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, সিলেট ও চট্টগ্রামের এই দুই ম্যাচে দল কতটা সাফল্য পেতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স