ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে আইন উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই-আইন উপদেষ্টা দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না-জামায়াত আমির চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি সংলাপে সমাধানের পথ খুঁজছে বিএনপি জাবির ৯ শিক্ষক বরখাস্ত ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার সেমিনারের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ সংগঠনের শুধু আ’লীগ করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চট্টগ্রামে বন উজাড় করে অর্থনৈতিক অঞ্চল আরও এক পুলিশ সুপার সাময়িক বরখাস্ত টাঙ্গাইলে রাস্তার কাজের টাকা আত্মসাৎ পাসপোর্ট অধিদপ্তরের ‘টাকার কুমির’ সেই মামুন বরখাস্ত বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার

দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, ঘোষণা হলো সূচি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:০৯ অপরাহ্ন
দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, ঘোষণা হলো সূচি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে। তবে আন্তর্জাতিক ব্যস্ততা ফের শুরু হচ্ছে এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে।
আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।
এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, যেখানে তাদের শেষ সফরে টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, যেখানে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে পরাজিত করেছিল। অন্যদিকে, জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়, তবে তারা এই সিরিজকে প্রতিযোগিতামূলক করতে চায়।
দুই দলের সর্বশেষ ৫ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে ৪টিতে। সর্বশেষ ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায়, ওয়ানডেতে দুর্বল পারফরম্যান্স, এমনকি বিপিএল ঘিরে নানা বিতর্কÑসব মিলিয়ে এই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য একটি নতুন শুরু হতে পারে।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে। এরপর মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।
এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, সিলেট ও চট্টগ্রামের এই দুই ম্যাচে দল কতটা সাফল্য পেতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স