ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা

অভিবাসী তাড়াতে ২২৭ বছরের পুরনো আইন প্রয়োগের পরিকল্পনা ট্রাম্পের

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১০:৪১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৫১:৫৫ অপরাহ্ন
অভিবাসী তাড়াতে ২২৭ বছরের পুরনো আইন প্রয়োগের পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২২৭ বছর আগের আইন এলিয়েন এনিমিজ অ্যাক্ট প্রয়োগ করে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের নির্বাসনের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর কথার সঙ্গে কাজের মিল দেখাচ্ছেন তিনি। অবৈধ অভিবাসীদের বিতারিত করতে ঝড়ের গতিতে একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন। এরপর শুরু হয় অভিবাসী বিতাড়ন অভিযান।
দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মাত্র এক মাসেই ২০ হাজারেরও বেশি অনথিভুক্ত তথা অবৈধ অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। এর আগের মেয়াদে বাইডেন প্রশাসন এক অর্থবছরে ৩৩ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছিল। হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, সম্প্রতি অভিবাসন বিষয়ক কর্মকর্তাদের বাবা-মায়ের সঙ্গে আসা শিশু অভিবাসীদের খুঁজে বের করেও নির্বাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৭৯৮ সালের এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে বিতর্কিত একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এই আইনের আওতায় কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই নির্দিষ্ট কিছু অভিবাসী গোষ্ঠীকে নির্বাসনের সুযোগ পাবেন প্রেসিডেন্ট। মূলত ট্রেন দে আরাগুয়া গ্যাং নামে একটি অভিবাসী গোষ্ঠীকে লক্ষ্য করে এ আইন সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সম্প্রতি সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প অনেক আগে থেকেই দাবি করে আসছেন, ভেনিজুয়েলা থেকে আসা অভিবাসীদের গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি শহরের দখল নিয়েছে। এদিকে নতুন নীতি অনুযায়ী ১৪ বছরের বেশি বয়সী সব অনথিভুক্ত অভিবাসীদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এবং আঙুলের ছাপ জমা দিতে হবে। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাদের ৫ হাজার ডলার জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন প্রক্রিয়া মূলত নির্বাসনের তালিকা তৈরির কৌশল হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছে অভিবাসন অধিকার সংগঠনগুলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ