ঢাকা , মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সফর হবে দু’দেশের জন্য মাইলফলক স্বাধীনতা পুরস্কার দেয়া হবে আজ স্বরূপকাঠির সুটিয়াকাঠি বলদিয়া সংযোগ সেতুর বেহাল দশা ভারত থেকে এলো সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল সাতক্ষীরায় গাছে ঝুলছিল যুবকের লাশ শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন- রিজভী শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য মাদারীপুরে শ্রমিকদলের একাংশের সভাপতিকে কুপিয়ে হত্যা রাজধানীতে ছিনতাই চাঁদাবাজি অনেকাংশে কমে গেছে : ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে নেজামে ইসলাম পার্টি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয়- সারজিস ছাত্রনেতারা আগ্রহ নিয়ে তার কাছে গিয়েছিলেন : নুর বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি গ্রহণ করা হবে-পরিবেশ উপদেষ্টা বিপর্যয়ে ট্রাভেল এজেন্সি খাত সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জাতীয় পার্টি মহাসচিবের একনেকে ২১ হাজার ১৩৯ কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত এটাই রাজনীতি-তারেক রহমান ৭১ ও ২৪ এক কাতারে রাখায় দ্বিমত বিএনপির টিক চিহ্ন নয়, সংস্কারের উপযুক্ত পদ্ধতি আলোচনা
পুড়ে গেছে ৭০টি রিসোর্ট, হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভয়াবহ আগুনে ভস্মীভূত সাজেক

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০২:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০২:৪৪:৪৮ অপরাহ্ন
ভয়াবহ আগুনে ভস্মীভূত সাজেক
রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে ৭০টি রিসোর্ট ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সাজেক ভ্যালিতে পানির সংকট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেঁৗছাতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভয়াবহ আগুনে হাজার কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন রিসোর্টের মালিকরা। জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে কাজ করে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও সাজেক ভ্যালির ৭০টির মতো স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে রিসোর্ট, কটেজ, বসতঘর, দোকানপাট, হোটেল—রেস্তোরাঁ। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কটেজ, রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৭০টির মতো স্থাপনা পুড়ে গেছে। ১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানতে পারিনি। রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স